পিরোজপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলটি শহরের বড় মসজিদের সমানে থেকে বের হয়ে শহরে কাপড়িয়া পট্টি সহ গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যলয়ে গিয়ে শেষ করে।
পরে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মনির শেখ, দফতর সম্পাদক জালিস মাহমুদ, পিরোজপুর পৌর আহ্বায়ক মাসুদ হাওলাদার, সদস্য ব্বায় আশ্ররাফুল আলম সজল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । পরে নতুন কমিটির আননন্দে দলীয় নেতাকর্মীদের মাধ্যে মিষ্টি বিতরন করেন।
জানা গেছে, গত রবিবার (০৪সেপ্টোম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। এতে এস.এম জিলানিকে সভাপতি ও রাজিব আহসানকে সাধারন সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস