ফ্রান্স প্রতিনিধি: চ্যানেল পাড়ি দেয়ার চেষ্টার সময় ফ্রান্স প্রায় ১৯০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল এবং ফ্রান্সের উত্তরাঞ্চলীয় জলসীমা থেকে তাদের উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ এ খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, নৌ টহল বাহিনী ৬০ জনকে এবং পরে আরো ৫০ জনকে উদ্ধার করে। এছাড়া ফ্রান্সের আধাসামরিক বাহিনী প্রথমে ৪৭ জন এবং পরে আরো ২৯ জনকে উদ্ধারে সক্ষম হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রায় ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, হাতে বানানো নৌকা নিয়ে বিপদজনক চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা দিনদনই বাড়ছে। কর্তৃপক্ষ নিরপত্তা জোরদারে করে তা ঠেকানোরও চেষ্টা করছে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক হিসেবে বলা হয়েছে, চলতি বছর ১লা জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত ২০ হাজার লোক চ্যানেল পাড়ি দেয়ার উদ্যোগ নেয়। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৬৮ শতাংশ বেশি।
ফ্রান্স/ইবিটাইমস/এমএইচ