২০২২-২০২৩ সালের নতুন শিক্ষা বছরে অস্ট্রিয়ায় এই বছর ৯৩,০০০ হাজার শিশু প্রথমবারের মত স্কুলে যাবে
ব্যুরো চীফ, অষ্ট্রিয়াঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে অস্ট্রিয়ায় পুনরায় নতুন শিক্ষার্থীর সংখ্যা আবারও বেড়েছে। এপিএ আরও জানিয়েছে পরিসংখ্যান অস্ট্রিয়ার তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এই বছর শতকরা ১,২ শতাংশ নতুন শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। গড়ে সব মিলিয়ে শিক্ষার্থী সংখ্যা শতকরা ০,৬ শতাংশ বেড়ে ১,১৩ মিলিয়নে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল সোমবার থেকে পূর্ব অস্ট্রিয়ার তিন রাজ্য ভিয়েনা,লোয়ার অস্ট্রিয়া এবং বুর্গেনল্যান্ড রাজ্যে ৪০,০০০ হাজার নতুন শিক্ষার্থী প্রথমবারের মত স্কুলে যাবে। পূর্বাঞ্চলের এই তিন রাজ্যে আগামীকাল সর্ব মোট ৪৮৮,০০০ হাজার শিক্ষার্থী তাদের নতুন শিক্ষা বছর শুরু করবে।
অস্ট্রিয়ার বাকী ছয় রাজ্যে এক সপ্তাহ পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হবে। ছয়টি ফেডারেল রাজ্যে মোট ৬৪১,০০০ হাজার শিক্ষার্থী তাদের নতুন শিক্ষা বছর শুরু করবে। আগামী সপ্তাহে এই ছয়টি রাজ্যে মোট ৫৩,০০০ হাজার শিশু শিক্ষার্থী প্রথমবারের মত স্কুলে যাবে।
এপিএ আরও জানায়,এই বছর প্রাথমিক বিদ্যালয় এবং এএইচএস (প্লাস ১,১ শতাংশ প্রতিটি) এবং বৃত্তিমূলক বিদ্যালয়ে (প্লাস ০,৭ শতাংশ) শিক্ষার্থী বৃদ্ধি প্রত্যাশিত। তবে মধ্যম বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা স্থবির (স্থবির ০,২ শতাংশ) হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভোকেশনাল মিডল এবং হাই স্কুলে(BMHS; মাইনাস ০,৮ শতাংশ) ছাত্রদের সংখ্যা কিছুটা কমতে পারে।
অস্ট্রিয়ার একটি সম্প্রচার কেন্দ্রের সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী মার্টিন পোলাশেক (ÖVP) বলেন,নতুন শিক্ষা বছরে স্কুলেে অনেক পরিবর্তন আসছে।উদাহরণস্বরূপ, অস্ট্রিয়ান স্কুলে প্রথমবারের মতো মৌলিক ডিজিটাল শিক্ষা হবে। শিক্ষামন্ত্রী পোলাশেক আরও বলেন,এটি অস্ট্রিয়ার শিক্ষা নীতিতে একটি মাইলফলক। তিনি আরও বলেন,আমি আসন্ন স্কুল বছরে সমস্ত ছাত্রদের একটি ভাল শুরু এবং সাফল্য কামনা করছি।
কবির আহমেদ/ইবিটাইমস