হবিগঞ্জ প্রতিনিধি: বিকাল ৪:৪৫ মিনিটে হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগানে শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী এ সময় তাকে স্বাগত জানান হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান।
চুনারঘাট চন্ডীছড়া চা বাগানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এমপি এডভোকেট আব্দুল মজিদ খান।
আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী। ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) শৈলেন চাকমা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদের লস্কর উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ ও চা শ্রমিকের নেতৃবৃন্দ।
দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আজ শনিবার বিকেল ৪টায় বৈঠকটি শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চার জেলার চা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন বঙ্গবন্ধুকন্যা।
শেখ হাসিনা বলেন, ঐতিহ্যবাহী চা শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। চা শিল্প যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে কাজ করে যেতে হবে। চা শ্রমিকরা ভালোভাবে বাঁচলে এই শিল্প বাঁচবে। যা শ্রমিকদের সবাইকে ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস