পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কঁচা নদীর কুমিরমারা ফেরীঘাটের পল্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ দুই দিন পর রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ বিন কাফির মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ।
শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশদা খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। আব্দুল্লাহ বিন কাফি (৪০) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিনি সাতক্ষীরার নিজের কার্যালয় থেকে বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাটের কুমির মারা পল্টুন থেকে কচাঁ নদীতে পরে নিখোঁজ হন ।
নিখোঁজ আব্দুল্লাহ বিন কাফি’র গাড়ীর চালক ইব্রাহীম স্বপন জানান, তিনি ওই দিন বিকালে সাতক্ষীরা থেকে নিজের গাড়িতে করে বরিশালের উদ্দেশ্য রওনা হন। রাত সাড়ে ৮ টার দিকে বেকুটিয়া ফেরী ঘাটে এসে পৌঁছালে গাড়ী ফেরীতে ওঠার সময় গাড়ী থেকে নেমে আব্দুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলার সময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পরে যায়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো: রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ফেরীঘাটে এসে নিঁখোজ ব্যক্তিকে সন্ধ্যানের চেষ্টা চালায় তারা। পরে বরিশাল থেকে ডুবরি দল এসে কাফির সন্ধান করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, নিখোঁজের দুই দিন পরে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দুরের একটি খাল থেকে আব্দুল্লাহ বিন কাফি’র মরদেহ উদ্ধার করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস