ঢাকায় ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সংবাদ- সংযোগ- সম্পর্ক- এর দৃঢ়প্রত্যয়ে, বিশ্ববাগানে বাংলা ভাষা, বিশুদ্ধ তথ্য ও লালসবুজ সংস্কৃতির ফুল ফোটাবার অঙ্গীকার নিয়ে আজ ২৫ আগস্ট ২০২২ বৃহস্পতিবার সকাল ১০টায়- রাজধানীর বিশ্বসাহিত্য সাহিত্য কেন্দ্রের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও বাংলাদেশ থেকে একযোগে প্রকাশিত আন্তর্জাতিক অনলাইন দৈনিক ইউরো বাংলা টাইমসের প্রথম জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২২ ।
ইউরো বাংলা টাইমসের ম্যানেজিং এডিটর প্রভাষক কবি রিপন শান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউরো বাংলা  টাইমসের এডিটর ইন চিফ ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউরো বাংলা টাইমসের কন্সালটিং এডিটর বিশিষ্ট সাংবাদিক রিশান নাসরুল্লাহ । গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- ভিয়েনা সিটি করপোরেশনের জনপ্রিয় বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন, ইউরো বাংলা টাইমসের লিগ্যাল এডভাইজার ব্যারিস্টার মাহমুদুর রহমান শাওন ও বাংলাদেশ মিডিয়া ক্লাব ইন অস্ট্রিয়ার ভাইস প্রেসিডেন্ট আফসানা রহমান ।
আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার ফয়েজ আহমেদ তুষার ও দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ । বক্তব্য রাখেন- বিপ্লবী সংবাদ ডটকমের সম্পাদক মহিবুর রহমান আদনান ও সিনিয়র সাংবাদিক সোয়েব মেজবাহ উদ্দিন ।  প্রতিনিধি সম্মেলনে প্রতিনিধিদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে কথা বলেন- ইউরো বাংলা টাইমসের পিরোজপুর প্রতিনিধি লাহেল মাহমুদ, ঢাকা সংবাদদাতা হাফিজা লাকী, ঝালকাঠি প্রতিনিধি বাঁধন রায়, ঝিনাইদহ প্রতিনিধি শেখ ইমন, ভোলা জেলা প্রতিনিধি মনজুর রহমান, লালমোহন প্রতিনিধি সালাম সেন্টু ও লালমোহন প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল । অনুষ্ঠানে গত পৌনে দুই বছরে বিভিন্ন মাসে প্রতিনিধিদের পাঠানো নিউজের মানের উপর ভিত্তি করে ৪ জন সেরা প্রতিবেদককে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয় ।
প্রতিনিধি সম্মেলন কে অভিনন্দন জানিয়েছেন, ইউরো বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক মোঃ মাইদুল ইসলাম খান মামুন এবং ইউরো বাংলা টাইমসের অষ্ট্রিয়া ব্যুরো চীফ কবির আহমেদ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন- দেশ ও দশের জন্য সৎসাহস, নৈতিকতা ও দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে যারা নিরন্তর কাজ করে যায় তারাই গণমাধ্যমকর্মী । মাত্র পৌনে দুই বছরে ইউরো বাংলা টাইমস বাংলা ভাষাভাষী পাঠকের কাছে বিশেষ করে ইউরোপের পাঠকদের কাছে একটি সমাদৃত গণমাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে । আমি আশাবাদি আমাদের প্রতিনিধিরা আমাদের লেখকরা আরো ভালো ভালো অধিকতর মানসম্পন্ন নিউজ করে ইউরো বাংলা টাইমসের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন । ইনশাআল্লাহ আগামী বছর গুলোতে ইউরো বাংলা টাইমস আরো বড় পরিসরে প্রতিনিধি সম্মেলন আয়োজন করবে।
ঢাকা/ইবিটাইমস/ রি শা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »