ভোলায় সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত-১, আহত-৪

জেলা প্রতিনিধি, ভোলাঃ ভোলায় সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন(৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগষ্ট) রাত ৯ টার দিকে ভোলা-লক্ষীপুর-বরিশাল সড়কের ইলিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ২ সন্তানের জনক।তিনি বিজিবির সদস্য ছিলেন।ছুটিতে আজ বাড়িতে আশার পথে  নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছে আরও সিএনজি চালকসহ ৩ যাত্রী। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথসিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাতে ইলিশা ফেরীঘাট থেকে একটি যাত্রীবাহি সিএনজি ভোলার দিকে আসছিলো। এ সময় বিপরীত থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী ইসমাইল নিহত হয় এবং আহত হয় অপর ৫ যাত্রী।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাক এবং চালক-হেলপাড়কে আটক করেছে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস/ এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »