লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘শঙ্খচিলের’ উদ্যোগে উপজেলার ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিনশত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বিদ্যালয়টির প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির এসব শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে শঙ্খচিলের সদস্যরা। স্বেচ্ছাসেবী এ সংগঠনটি বিগত কয়েক বছর ধরে সুনামের সঙ্গে উপজেলাজুড়ে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
জাহিদুল ইসলাম/ইবিটাইমস