ভোলায় ১০ টি চোরাই মোটরসাইকেলসহ ৭ জন আটক! পুলিশের সংবাদ সম্মেলন

সিমা বেগম, ভোলা প্রতিনিধি: ভোলার সদর থানা পুলিশ ১০টি চোরাই মোটরসাইকেলসহ ট্যাম্পারিঙ(খোদাই করা) করে ইঞ্জিন ও চ্যাসিস নম্বর বসানোর যন্ত্রপাতি ও জাল কাগজপত্র উদ্ধার করেছে।এ সময় চোরের একটি সংঘবদ্ধ চক্রের ৭জন সদস্য আটক করেছে। এ চক্রের সঙ্গে বিআরটিএর একটি দালাল চক্র জড়িত আছে বলে পুলিশের ধারণা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার শুক্রবার (২৯ জুলাই) বিকাল ৬ টায়,পুলিশ সুপার মিলনায়তনে সংবাদসম্মেলনে লিখিতভাবে সাংবাদিদের এসব তথ্য জানান। ফরহাদ সরদার বলেন, গত ২৮জুলাই ভোলার সদর উপজেলার ভেলুমিয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা, এসআই মো. রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সস মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ভোলার ভেলুমিয়া থেকে মোটরসাইকেল চুরির অভিযোগের মূল হোতা মোঃ জিয়া (২৬) কে গ্রেফতার করে পুলিশ।

ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের আঃ রহিমের ছেলে গ্রেফতারকৃত জিয়ার সংবাদে মোটরসাইকেল চুরির বিভিন্ন তথ্য উদঘাটন করা হয়। সে সব তথ্যের ভিত্তিতে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরর্দারের নেতৃত্বে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এসব মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৩ লাখ ১০ হাজার টাকা।চক্রের প্রধান আসামি জিয়ার কাছ থেকে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর পরিবর্তনকৃত ভূঁয়া রেজিস্ট্রেশনের কাগজপত্র জব্দ করা হয়। তার বাড়ি ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। জিয়ার বাবার নাম -আ. রহিম। মো. জিয়াকে জিজ্ঞাসাবাদে চোরাই মটরসাইকেলের বিভিন্ন তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত বাকিরা হলেন- ভোলা সদরের আলিনগরের শামসুদ্দিনের ছেলে মোঃ সোহাগ (২৩), উকিলপাড়া এলাকার মৃত মোফাজ্জেলের ছেলে মোঃ রাসেল (৪৩), চর ভেদুরিয়ার মোঃ শহিদের ছেলে মোঃ জাকির পন্ডিত (৩৯), মধ্য ভেদুরিয়ার শাহে আলম ফরাজীর ছেলে মোঃ সালাউদ্দিন (২৮), পশ্চিম ইলিশার আবুল বাশারের ছেলে মোঃ আলী আজগর (২৫) ও চর ভেদুরিয়ার মৃত মফিজল হকের ছেলে মোঃ রাকিব (২৭)। এদের সকলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরি, মোটরসাইকেলের ইঞ্জিন নাম্বার পরিবর্তনের অভিযোগ রয়েছে।

ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »