ইউরোপ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রাক্তন বিশেষজ্ঞ ড. শহীদ হোসাইন।
গত বৃহস্পতিবার (২৮ জুলাই) তাকে চুক্তিতে সচিব পদমর্যাদায় এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে
আরও বলা হয়েছে, শহীদ হোসাইনের এ নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা প্রধানমন্ত্রী তাকে যতদিন (সন্তুষ্টি সাপেক্ষে) বহাল রাখবেন ততদিন পর্যন্ত।
প্রজ্ঞাপনে এও উল্লেখ করা হয়েছে, এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।
এখানে উল্লেখ্য যে,ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রাক্তন এই বিশেষজ্ঞ ড. শহীদ হোসাইন দীর্ঘদিন ভিয়েনায় বসবাসের ফলে তিনিও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একজন সদস্য হিসাবে কমিউনিটির অনেকের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।
তিনি ১৯৮৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) একজন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত ছিলেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে তার এই নিয়োগকে অভিনন্দন জানানো হয়েছে।
কবির আহমেদ/ইবিটাইমস