Mörbisch am See তে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বার্ষিক পিকনিক ২০২২ সম্পন্ন

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে পুরাতন একটি অরাজনৈতিক সংগঠন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়া থেকে আমাদের ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি জানান, গতকাল (২৪ জুলাই) অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রায় অর্ধ শত বছরের পুরানো অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি তাদের এই বছরের বার্ষিক পিকনিক সম্পন্ন করেছে।

পিকনিকের সার্বিক দায়িত্ব পালন করেন সমিতির ২০২২ সালের সভাপতি মাহবুবুল ইসলামের নেতৃত্বে সাধারণ সম্পাদক মামুন হাসানের সঞ্চালনায়
কার্যকরী কমিটির একাধিক সদস্য।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি তাদের ২০২২ সালের বার্ষিক পিকনিক অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য বুর্গেনল্যান্ডের বিভিন্ন জায়গায় কয়েকটি ধাপে সম্পন্ন করেছে। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির প্রায় শতাধিকের ওপরে মানুষ এই আনন্দমুখর পিকনিকে অংশগ্রহণ করেন।

Mörbisch am See মূলত হাঙ্গেরির সীমান্তবর্তী বুর্গেনল্যান্ড রাজ্যের বিখ্যাত Neusiedler am See এরই একটি বর্ধিত অংশ। এই অঞ্চলের মরবিশ নামটি
শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। এই অঞ্চলটি অস্ট্রিয়া হাঙ্গেরি যৌথ সাম্রাজ্য ভেঙ্গে যাওয়ার পর ১৯২১ সালে অস্ট্রিয়ার সাথে সংযুক্ত হয়। ইতিহাস থেকে আরও জানা যায়,১৩০০ শত সালের দিকে প্রথম মর্বিয়ান জমিদাররা এই অঞ্চল শাসন করতেন।

পিকনিকের দলটি প্রথমে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে একটি দোতালা পর্যটন বাসে করে বুর্গেনল্যান্ড রাজ্যের Mörbisch am See তে যান। সেখানে তারা সকালের নাস্তা সম্পন্ন করে Mörbisch am See এর অপরূপ নৈসর্গিক দৃশ্য অবলোকন করেন। গতকাল পিকনিকের সময় সেখানকার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।

তারপর পিকনিকে অংশগ্রহণকারী অনেকেই লেকে গোসল করেন। তাছাড়াও অনেকে আবার লেকের পাশে অবস্থিত একটি অত্যাধুনিক সুইমিং পুলে গোসল করেন। সুইমিং পুলটিতে অনবরত সাপ্লাইয়ের নতুন পানি সরবরাহ করা হয়। পুলটির চতুর্দিকে উদ্বৃত্ত বা অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। ফলে সুইমিং পুলে সব সময়ই আরামদায়ক হালকা ঠাণ্ডা পানি সরবরাহ হয়ে থাকে।

পরে সেখানে দুপুরের খাবারের পর সবাই Mörbisch am See বন্দর থেকে পূর্বে নির্ধারিত একটি জাহাজে করে পিকনিকে অংশগ্রহণকারীরা বুর্গেনল্যান্ডের
বিখ্যাত Neusiedler am See তে প্রায় দেড় ঘন্টা নৌ ভ্রমণ করেন।

নৌ ভ্রমণ শেষ করে বিকালে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির পিকনিকে অংশগ্রহণকারীরা মরবিশ আম সী থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে বুর্গেনল্যান্ড রাজ্যের রাজধানী Eisenstadt এর সাবেক রাজবাড়ির বিশাল বাগানে আসেন। এখানে পিকনিকে অংশগ্রহণকারী মহিলা,পুরুষ এবং শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা করা হয়। পরে খেলায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের বুর্গেনল্যান্ড রাজ্যের বিভিন্ন স্থানে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি তাদের পিকনিক সম্পন্ন করে রাত প্রায় দশটার কিছু পূর্বে ভিয়েনার সেন্ট্রাল রেল স্টেশনে অস্ট্রিয়ার Blaguss বাস। অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের বুর্গেনল্যান্ড রাজ্যের বিভিন্ন স্থানে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি তাদের পিকনিক সম্পন্ন
করে রাত প্রায় দশটার কিছু পূর্বে ভিয়েনার সেন্ট্রাল রেল স্টেশনে অস্ট্রিয়ার Blaguss পর্যটন বাসে করে ফেরত এসে তাদের সফল পিকনিক শেষ করেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »