স্পোর্টস ডেস্ক: চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের সূচি। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের পুরো সিরিজ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। বাংলাদেশের সিরিজ শুরু হবে টি-টুয়েন্টি দিয়ে। ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট ম্যাচ তিনটি। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ৫, ৭ ও ১০ আগস্ট। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে খেলা।
বাংলাদেশ দল জিম্বাবুয়ের পথে রওনা হবে ২৬ জুলাই। আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেছে বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা। গতকাল মঙ্গলবার বিকেলে দেশে পৌঁছায় প্রথম বহর। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ছুটি কাটাতে লন্ডণে গেছেন। বাকি সবাই এখন দেশে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ না খেলা সাকিব আল হাসান রয়েছেন দুবাইয়ে। শনিবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। যদিও টাইগার অলরাউন্ডার জিম্বাবুয়ে সফরে যাবেন না। তার ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ