আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ হাঙ্গেরিতে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার দ্বিতীয় দিনের মতো দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশে যোগ দেয় কয়েক হাজার হাঙ্গেরিবাসী।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দেশটির আইনপ্রণেতারা দ্রুত আইন করে ছোট ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর কর বাড়ানোর প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হয়েছে।
মঙ্গলবার করের হার বাড়ানোর জন্য জাতীয়তাবাদী অরবান সরকারের একটি প্রস্তাবের বিরুদ্ধে রাজধানী বুদাপেস্টে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন কয়েক হাজার মানুষ।
একই দাবিতে পরদিন বুধবার দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে সমাবেশে আবারও জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় সেন্ট্রাল বুদাপেস্টের একটি প্রধান চত্বরে মিছিল করে তাঁরা যান চলাচল বন্ধ করে দেন।
সবোর্চ্চ মূল্যস্ফীতি এবং গণতান্ত্রিক মান নিয়ে বিরোধের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের তহবিল অচল হয়ে পড়েছে দেশটিতে। এরফলে এক দশকের ক্ষমতায় এবারই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ