স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ইংল্যান্ডকে ২-১ হারানোর পর এবার ওয়ানডেতেও রাজত্ব করছে ভারত। মঙ্গলবার ইংলিশদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় রোহিত শর্মার দল।
মঙ্গলবার (১২ জুলাই) লন্ডনের কিংসটন ওভালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। শুরুতেই মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।
জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৫.২ ওভারে ১১০ রানে অলআউট হয়।
দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন টেস্ট অধিনায়ক জস বাটলার। এছাড়া ২১ ও ১৫ রান করে করেন লেজের দুই ব্যাটসম্যান ডেভিড উইলি ও ব্রাইডন ক্রেস। রানের খাতা খোলার সুযোগই পাননি জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও লিয়াম লিভিংস্টোন।
ভারতের হয়ে ৭.২ ওভারে ১৯ রানে ৬ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। এছাড়া ৩১ রানে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ১৮.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের জয়ে ৫৮ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া ৫৪ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন শিখর ধাওয়ান।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ