ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে জেলা ও উপজেলা পর্যায় সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষে
শুদ্ধাচার পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কাজের ওপর বিশেষ দক্ষতা অর্জনের জন্য এ শুদ্ধাচার পরষ্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জেলার ৬ জন সরকারী কর্মকর্তা ও কর্মচারীকে উপহার হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও প্রত্যেকের বেতনের সমান টাকার চেক তুলে দেন।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: তরিকুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা কিসমত উল মনোয়ার, এস এ শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা মো: জাকারিয়া এজাজ, নেজারত শাখার জারীকারক মো: জামাল হোসেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহায়ক মো: রিয়াজ হোসেন সহ ৬জন এবছর ২০২২ শুদ্ধাচার পুরুস্কারে ভুষিত হন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব এ কে এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হুমাযুন কবির সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক এসময় তার বক্তব্যে বলেন, সকল সরকারি চাকরিজীবীদের চাকরিবিধির নিয়ম-কানুন ও আইন অনুসরন করেই চাকরি করতে হয়, আমরা কেউ এর ব্যাতিক্রম নই। চাকরি যত ছোট হউক না কেন, আমাদের সরকারের ও দেশের প্রতি দ্বায়িত্ববোধ রয়েছে। সে অনুয়ায়ী আমরা সরকারি চাকরি বিধিমালার মধ্যে থেকেই দ্বায়িত্ব পালন করে যাচ্ছি। এসকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীগন শুদ্ধাচার, নৈতিকতা ও সঠিক ভাবে
দায়িত্ব পালন করার জন্য এ পুরস্কার দেয়া হয়।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস