ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর কচুয়া-বেতাগীর স্বপ্নের ফেরি উদ্বোধন করলেন আলহাজ্ব আমির হোসেন আমু-এমপি।
আজ বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালি এ ফেরি উদ্বোধন করেন। ফেরি চালুর ফলে, দক্ষিণঞ্চলের,পটুয়াখালী,পায়রা সমুদ্রবন্দর, কুয়াকাটা, বরগুনা, বেতাগী, কাঠালিয়া, রাজাপুর, ঝালকাঠি, বরিশাল, খুলনা, যশোর,পিরোজপুর, বাগেহাট, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় খুব সহজে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এমনকি এ ফেরি পরাপার যশোরের বেনাবল হয়ে সরাসরি ভারতের সাথে এ অঞ্চলের ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে।
আমু বলেন-এ ফেরি চালুর মধ্যে দিয়ে ঝালকাঠি জেলার সাথে পায়রা সমুদ্রবন্দর, পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে দক্ষিন অঞ্চলের উন্নয়নের দ্বার উম্মোচন হলো। সহজ হবে এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা বানিজ্যেসহ জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন বরিশাল থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা যেতে ০৬টি ফেরি ছিলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সেখানে ব্রিজ করে দিয়েছেন। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর বিষখালী কচুয়া-বেতাগী ফেরি চালু হওয়ায় দক্ষিন অঞ্চলের মানুষের জন্যে আর এক উন্নয়ন ধার খুলে গেল। পরে অতিথিরা ফেরিঘাটের মোড়ক উন্মোচন করেন এবং ফিটা কেটে ফেরিতে প্রবেশ করেন।
প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ আতিকুর রহমান রুবেল এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ শেখ নাবিল হোসেন।
কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সড়ক ও পরিবহন অধিদপ্তরের ফেরি উইং এর তত্ত্বাবধায়ক সুভাষ চন্দ্র বিশ্বাস, পরিবহন বিভাগের বরিশাল সার্কেলর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, সড়ক ও পরিবহন বিভাগের পটুয়াখালী সার্কেলের প্রকৌশলী মো. মাসুদ করীম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, জেলা যুবলীগ আহবায়ক জিএস জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু শিশির দাস, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, কাঠালিয়া সদর ইউনিযন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বাধন রায়/ ইবিটাইমস