ভোলায় জমে উঠেছে কোরবানি পশুর হাট

সিমা বেগম ভোলা সদর প্রতিনিধি: জমে উঠেছে ভোলার কোরবানির পশুর হাটগুলো।ঈদকে সামনে রেখে ভোলায় কোরবানির পশুর হাট জমে উঠেছে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবার গরু-ছাগলের দাম একটু বেশি।

দ্বীপ জেলা ভোলায় কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। পশুর হাট গুলো সাধারণত বিকেল বেলায় বসে।আর শেষ বিকেলে এ পশুর হাট গুলো জমে ওঠে।পশুর দাম নাগালের বাইরে থাকায় হতাশা নিয়ে ফিরে যাচ্ছে অনেক ক্রেতা। তবে এ বছর ভারতীয় গরুর স্থান মেলেনি ভোলার হাটগুলোতে।

ভোলার বিভিন্ন হাটগুলোতে গুরে দেখা যা ব্যাপারীরা, খামারিরা বিপুল সংখ্যক গরু নিয়ে আসেন হাটগুলোতে। এ বছর কোরবানির জন্য পর্যাপ্ত পশু রয়েছে।হাটগুলোতে সর্বত্রই ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তবে ক্রেতারা জানান,গত বছর গুলোর তুলনায় এই বছর গরুর দাম অনেক বেশি। অন্যদিকে বিক্রেতনরা বলেন,গরুর দাম একটু বেশি। পশুর খাদ্য ও পরিবহন খচর বৃদ্ধি পাওয়ায় দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তা না হলে আমাদের লোকসানের মুখে পড়তে হবে।

ভোলার উল্লেখ্য যোগ্য ৯৩টি পশুরহাট রয়েছে গুলো হলো,বাংলাবাজার,পরানগঞ্জ, ভোলার হাট,ইলিশার হাট, ঘুইংগারহাট, কুঞ্জেরহাট, চরফ্যাশন ও তজুমদ্দিনের বিভিন্ন হাটে ক্রেতাদের আকর্ষণ বেশি। সেখানেই ক্রেতারা ভীড় জমাচ্ছেন। এ সকল হাটগুলো সরগরম হয়ে ওঠলেও কেনাবেচা অনেক কম।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ভোলায় এবার পর্যাপ্ত পরিমান কোরবানির পশু আছে, জেলায় মোট ২১টি ভেটেনারি টিম মাঠে সর্বদা কাজ করে যাচ্ছেন।

ভোলা/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »