নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র মতে, গত সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বিশ্বব্যাপী করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ৪১ লাখেরও বেশী।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা (WHO) মহামারী নিয়ে তাদের সর্ব সাম্প্রতিক সাপ্তাহিক প্রতিবেদনে বলেছে, বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা আগের সপ্তাহের মতোই ছিল প্রায় ৮,৫০০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানান কোভিড সম্পর্কিত মৃত্যু বিশ্বের তিনটি অঞ্চলে বেড়েছে,যেমন মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আমেরিকা মহাদেশে।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস এক সংবাদ সম্মেলনে সম্প্রতি বলেছেন,বিশ্বের ১১০টি দেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বেশিরভাগ মানুষই ওমিক্রন ভ্যারিয়েন্ট বিএ-৪(BA.4)এবং বিএ-৫(BA.5) – এ আক্রান্ত।

ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে,
অক্সফাম এবং পিপলস ভ্যাক্সিন অ্যালায়েন্স দ্বারা সংকলিত পরিসংখ্যান অনুসারে,বিশ্বের গ্রুপ অফ সেভেন (G7) বৃহৎ অর্থনীতির দেশগুলো দ্বারা দরিদ্র দেশগুলোর জন্য প্রতিশ্রুত ২১০ কোটি টিকার অর্ধেকেরও কম বিতরণ করা হয়েছে।

এই মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র শিশু ও প্রি-স্কুলারদের জন্য কোভিড-১৯ টিকা অনুমোদন করেছে এবং সবচেয়ে কমবয়সী ১ কোটি ৮০ লাখ শিশুকে লক্ষ্য করে একটি জাতীয় টিকাদান পরিকল্পনা চালু করেছে।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরা সুপারিশ করেছেন, কিছু প্রাপ্তবয়স্ক মানুষকে শরৎকালে যেন সাম্প্রতিকতম বুস্টার ডোজ দেয়া হয় যা কিনা সর্ব সাম্প্রতিক করোনা ভাইরাস প্রকরণের বিরুদ্ধে কার্যকর।

বাংলাদেশেও করোনার সংক্রমণ আবারও বৃদ্ধির
সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। শনিবার
(২ জুলাই) নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন
১,১০৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে এই
পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৯ হাজার ১৬০ জন।

এদিকে অস্ট্রিয়ায় গতকাল শনিবার (২ জুলাই) নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১০,০৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন ২,৯৯৯ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২,১৯২ জন,OÖ রাজ্যে ১,৬৩৮ জন,Steiermark রাজ্যে
১,০২৮ জন,Tirol রাজ্যে ৫৭৪ জন,Vorarlberg
রাজ্যে ৪৪৫ জন,Salzburg রাজ্যে ৩৯৪ জন এবং
Burgenland রাজ্যে ৩৩০ জন নতুন করে করোনায়
আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার
(২ জুলাই) করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৩২ জন এবং করোনার প্রতিষেধক টিকার চতুর্থ ডোজ গ্রহণ করেছেন ৮,৬৭১ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪,৪৮,৯৫৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,৭৯৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪৩,২২,৪৪০ জন। এর মধ্যে আইসোলেশনে আছেন ৫৮ জন এবং হাসপাতালে
চিকিৎসাধীন আছেন ৮৭৪ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির/ ইবিটাইমস/ আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »