ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে চেতনা নাশক ঔষধ খাইয়ে মোটর সাইকেল চুরি করতে গিয়ে মো. হাফিজুল শেখ (২৪) নামের চোর চক্রের এক সদস্য স্থানীয়দের হাতে আটক হয়ে গন ধোলাইয়ের শিকার হয়েছে।
আটককৃত হাফিজুর বাগেরহাটের কচুয়া উপজেলার মগিয়া ইউনিয়নের বড় আন্দারমানিক গ্রামের এনায়েত হোসনে শেখের ছেলে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৬ জুন) রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে ওই চোর চক্রের ৩ সদস্য স্থানীয় সতেন্দ্র নাত মন্ডলের বাড়ির সকলকে খাবারের সাথে চেতনা নাশক ঔষধ খাইয়ে অচেতন করে। এতে ওই বাড়ির গৃহকর্তা সতেন্দ্র নাথ মন্ডল (৬৩), স্ত্রী পুস্প রানী মন্ডল (৫৮), তার পুত্র বধু দেবী রানী দত্ত (৩০), ছেলে সুমন
মন্ডল (৩২) ও পাঁচ মাস বয়সের নাতী নয়ন মন্ডল এ ৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
গৃহকর্তার ছেলে সমীর মন্ডল জানান, ওই রাতের ১১টার দিকে তিনি নাজিরপুর থেকে বাড়িতে যান। এ সময় তার মেঝো ভাই সঞ্জীব কুমার মন্ডল তাকে জানান, বাড়ির খাবারের সাথে কোন ধরনের চেতনা নাশক ঔষধ প্রয়োগ করা হয়েছে। এ খবর শুনে তার সন্দেহ হলে তিনি রাত জেগে পাহাড়া দেন। কিছু সময় পরে বাড়ির ভীতরের অজ্ঞাত পরিচয়ের ওই ৩ জনকে দেখতে পেয়ে তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। আটককৃত ব্যাক্তি জানায়, সে ওই রাতে তার এক সহযোগীর ফোনে তারা ৩ জন ওই ঘরে থাকা মোটর সাইকেল সহ মালামাল চুরি করতে গিয়েছিলো।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই দিন গভীর রাতে স্থানীয়রা তাকে আটক করেছেন। পরে থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আটককৃত ব্যাক্তি পুলিশের হেফাজতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস