অস্ট্রিয়ায় পুনরায় করোনার দৈনিক সংক্রমণ ৩০,০০০ হাজারের আশঙ্কা

অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। আপাতত গ্রীষ্মকালীন ছুটির সময় কোন বিধিনিষেধ না আসেলও শরতের শুরুতেই বিভিন্ন বিধিনিষেধ আসতে পারে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার জনপ্রিয় ফ্রি মেট্রো Heute আজ বুধবার(২২ জুন) তাদের অনলাইন প্রকাশনায় জানিয়েছে,অস্ট্রিয়ার শীর্ষ বিশেষজ্ঞদের মতে শীঘ্রই দেশে করোনার নতুন দৈনিক সংক্রমণ ৩০,০০০ হাজারে উঠতে পারে।

পত্রিকাটির খবরে বলা হয়েছে,অস্ট্রিয়ার শীর্ষ সিমুলেশন গবেষক পিটার ক্লিমেক অস্ট্রিয়ায় করোনা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব শুরুর আশঙ্কা করছেন
এবং পুনরায় দৈনিক নতুন সংক্রমণ ৩০,০০০ হাজারে উঠার পূর্বাভাস দিয়েছেন।

অস্ট্রিয়ায় আবার পুরোদমে ফিরে আসছে বৈশ্বিক মহামারী করোনা। সিমুলেশন গবেষক পিটার ক্লিমেক গ্রীষ্মের মাঝামাঝি সময়ে দেশে প্রতিদিন ৩০,০০০ হাজারেরও বেশী নতুন সংক্রমণের আশঙ্কার কথা জানিয়েছেন। অস্ট্রিয়ার জনপ্রিয় টিভি চ্যানেল PULS 24-এর সাথে এক সাক্ষাৎকারে সিমুলেশন গবেষক পিটার ক্লিমেক প্রতিদিন কমপক্ষে ৩০,০০০ হাজার করোনার নতুন কেস আশা করছেন। ভবিষ্যতে পুনরায় কোয়ারেন্টাইনের নিয়ম সহ নানান বিধিনিষেধ ফিরে আসারও আশঙ্কা করছেন তিনি।

সিমুলেশন গবেষক পিটার ক্লিমেকের মতে, নতুন সংক্রমণের বিস্তার কমিয়ে আনতে কোয়ারেন্টাইন, বাধ্যতামূলক মাস্ক সহ অন্যান্য বিধিনিষেধ প্রয়োগের
কোন বিকল্প নাই। তিনি তার পরিসংখ্যান গবেষণা ব্যাখ্যা করে বলেন,অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণ ইতিমধ্যেই খাড়াভাবে উপরের দিকে নির্দেশ করছে এবং সংখ্যা কমবে এমন কোনও লক্ষণ নেই। বরং, দেশকে অবশ্যই জুলাই এবং আগস্ট মাসে প্রতিদিন কমপক্ষে ৩০,০০০ হাজার নতুন সংক্রমণের আশা করতে হবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ আজ বুধবার দশ হাজারেও বেশী নতুন সংক্রমণের খবর দিয়েছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১০,৮৯৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৩,৫৬৮ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ২,৫৫৬ জন,Steiermark রাজ্যে ১,৩৮২ জন,OÖ রাজ্যে ১,২১২ জন,Salzburg রাজ্যে ৬৬৯ জন,Tirol রাজ্যে
৫৩৭ জন,Vorarlberg রাজ্যে ৪০৫ জন,Burgenland রাজ্যে ৩৫৭ জন এবং Kärnten রাজ্যে ২১২ জন নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৪৩,৫২,৩৯১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,৭৪৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪২,৬১,৮৪৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭১,৮০২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫০ জন এবং হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন আরও ৬৫৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »