ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ঝালকাঠি পৌরসভার ১৮টি বিদ্যালয় দলের ছেলে ও মেয়ে বিভাগে ৩৬টি দল অংশগ্রহন করছে।
সোমবার শুরু হওয়া প্রথম দিনের খেলায় বালক বিভাগে শাহী মডেল প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে কিফাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে এবং মেয়ে বিভাগে শাহী মডেল প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যাবধানে কিফাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরজিত করেছে। নিবারণ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেলেদের দল ১-০ গোলের ব্যবধানে কুতুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরজিত করেছে এবং মেয়েদের খেলায় কুতুবনগর প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে নিবারন চন্দ্র প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে।
আগামী ২৬ জুন পর্যন্ত পৌরসভা এলাকার বিদ্যালয় দলের খেলা শেষ হবে এবং ২৭ জুন থেকে উপজেলা পর্যয়ের প্রতিযোগিতা শুরু হবে।
বাধন রায় /ইবিটাইমস