যেসব পণ্যের দাম কমছে

ঢাকা: প্রস্তাবিত বাজেটে শুল্ক সুবিধা ও দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। এরফলে বেশ কিছু পণ্যের দাম কমবে প্রস্তাবিত বাজেট পাশের পরে। কমতে পারে যেসব পন্যের দাম সেগুলোর মধ্যে রয়েছে, কানে শোনার যন্ত্র, হুইল চেয়ার, এলইডি টিভি, কাজুবাদাম, পশুখাদ্য, হ্যান্ড টাওয়েল, ক্লিনিক্যাল বেডশিট, এসি রেস্তোরাঁয় খাবারের দাম, হাঁস-মুরগির খামারের যন্ত্রপাতি, কীটনাশক, কৃষিপণ্য, উড়োজাহাজের আমদানি মূল্য।

এছাড়া এলপিজি গ্যাস, মুড়ি, চিনি, পাওয়ার টিলার, স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ব্যাটারি-চার্জার, পোলট্রি ও ফিশ ফিড, ব্রেইল বুক, পলিথিন ব্যাগ, স্টেইনলেস স্টিল, প্লাস্টিক ব্যাগ (ওভেন প্লাস্টিক ব্যাগসহ) স্বর্ণালঙ্কার, ব্রেইল মুদ্রণ, পানির ফিল্টার, পলিথিন-প্লাস্টিক ব্যাগ, স্টার্টআপ উদ্যোক্তাদের ব্যয় কমছে, আয়রন শিট স্টিলজাতপণ্য, দেশে তৈরি গাড়ি, মেডিটেশনপণ্য, দেশে উৎপাদিত মোবাইলও মোড়ক সামগ্রী ইত্যাদির দামও কমতে পারে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »