লালমোহন প্রতিনিধি: আগামী ১৯ জুন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা উপলক্ষে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক মতামত প্রকাশ ও সুন্দর একটি পরীক্ষা অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সচেতন নাগরিকগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সালাম সেনটু/ইবিটাইমস