ঢাকা প্রতিনিধিঃ তৃণমূল থেকে সাংগঠনিক পদাধিকার বলে উঠে আসা ছাত্র ও যুব সমাজের আইকন, বাংলাদেশ ছাত্র লীগের সোনালী অর্জন, মুন্সিগঞ্জ আওয়ামীলীগের রাজনীতির বটবৃক্ষ, সূর্যের মতো দীপ্তিমান প্রাণ সঞ্চারক, মুন্সীগঞ্জের হাজার হাজার নেতাকর্মীর জীবন্ত আবেগ, জাত-পাত,ধর্মের ঊর্ধ্বে উঠে বিকশিত, আপোষহীন এক মানবতাবাদী নেতা,মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, একজন জননন্দিত প্রিয় নেতা, মুন্সিগঞ্জ জেলার মাটি ও মানুষের ভালোবাসার প্রতীক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি ।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে পাওয়া না পাওয়ার সমীকরণের দিকে কর্ণপাত না করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা এবং সিদ্ধান্ত কে বিনয়ের সাথে মেনে নিয়ে প্রিয় সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করার মানসে রোদবৃষ্টি এবং শারীরিক অসুস্থতা কে উপেক্ষা করে দিনরাত ছুটে চলছে প্রিয় মুন্সিগঞ্জের বিভিন্ন জনপদে।
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, শুধু একটি নাম নয়, একটি চেতনা, একটি প্রেরণা। এক খন্ড জীবন্ত সোনালী ইতিহাস। একজন সময়ের সেরা অনুস্মরণীয় অনুকরণীয় এক উজ্জল ধ্রুবতারা। মজলুম, অসহায়, গরীব, দু:খি, মেহনতি মানুষের দিশারী। মানব সেবায় নিবেদিত প্রাণ একজন সত্যিকার সমাজ সেবক। অত্যন্ত পরিশ্রমি, কর্মঠ, ধর্য্যশীল, স্বচ্চ একজন সুহৃদ ব্যক্তি। রাজপথের লড়াকু সৈনিক।
গণমানুষের মন জয় করে জননন্দিত এবং জনপ্রিয় নেতা হবার জন্যে যত রকম যোগ্যতা অভিজ্ঞতা এবং গুণাবলীর প্রয়োজন সব গুলো যোগ্যতা অভিজ্ঞতা এবং গুণাবলী বিদ্যমান রয়েছে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এর মাঝে।
রাজনৈতিক অংগনে যারা জননন্দিত, জনপ্রিয় হয়েছেন, রাজনীতিতে শক্ত অবস্থান গড়েছেন তাদের মাঝে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস সবার শীর্ষে। রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান, অন্যায়ের বিরোদ্ধে প্রতিবাদ এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম সহ সকল কল্যাণ মূলক কার্যক্রমের সাথে তার রয়েছে সরব উপস্থিতি। মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা, বিচক্ষনতা, এবং অনুপম ব্যবহার দিয়ে জয় করেছেন গন মানুষের হৃদয়।সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন মানুষের মধ্যমনি।
চারিদিকে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি’র জয় জয়কার রব। ঘরে বাহিরে, মাঠে ঘাটে, পথে প্রান্থরে, হাট বাজারে, কিংবা চায়ের টেবিলে সর্বত্র অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি’র উন্নয়নের গল্প। বিরোধী নেতাদের ভীত নাড়িয়ে, তিনি মুন্সীগঞ্জের “টপ অব দ্যা পারসন”। নেতারা জন্মায় না; কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমে একজন মানুষ নেতায় পরিনত হয়। জীবনে যে কোনও বড় অর্জনের জন্যই এগুলো প্রয়োজন”
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি’র উন্নয়ন সম্পর্কে বলার অপেক্ষা রাখেনা। মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ হওয়ার পর থেকেই এলাকার উন্নয়ের জন্যে জোড়ালো ভুমিকা রাখেন। যা ইতোপুর্বে কেও রাখতে পারেননি। উন্নয়নের জোয়ার বইয়ে দেন সদর ও গজারিয়া উপজেলায়।
সৃষ্টি করেন শতকোটি টাকার উন্নয়নের মাইল ফলক। তিনি উন্নয়ন করে জয় করে নেন গণমানুষের হৃদয়। হয়ে উঠেন জননন্দিত এবং জনপ্রিয়। আর জনতার উপকারী সুকর্মের গুণে আজ গণমানুষের হৃদয়ে সমুজ্জ্বল,
তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতির শুদ্ধপুরুষ, দক্ষ সংগঠক এবং অনলবর্ষী সুবক্তা। এলাকার জনগণ তার সাংগঠনিক পদোন্নতি ও দীর্ঘায়ু কামনা করেন।
রাশেদ বিনয়/ইবিটাইমস