সিমা বেগম ভোলা সদর প্রতিনিধিঃ ভোলায় লাইসেন্স নিবন্ধন না থাকায় আব্দুল খালেক মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে।
শনিবার (২৮মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী সূজার নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান আহমেদ সহ একটি টিম ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে সদর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালেক মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেন। ওই সেন্টারে ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলী জিন্নাহ জানান, লাইসেন্স এর জন্য টাকা জমা দেয়া হয়েছে। অনলাইনে লাইসেন্সের জন্য আবেন ও করছি কিন্তু হার্ডকপি এখনো পাইনি।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী সূজা জানান, আব্দুল খালেক মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র-সহ লাইসেন্স না থাকার কারনে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়েছে। দ্রুত এই হাসপাতালটি সিলগালা করে দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও শহরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক অভিযান চালানো হয়েছে।
ভোলা /ইবিটাইমস /এম আর