ছাত্রলীগের হামলায় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আহত: ফখরুল

ঢাকা: ছাত্রলীগের হামলায় ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে শমরিতা হাসপাতালে সাংবাদিকদের এ সব কথা বলেন। এসময় থাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ দলের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, গত দুইদিনে সন্ত্রাসীদের ভয়াবহ তাণ্ডব ঢাকা বিশ্ববিদ্যালসহ প্রায় শতাধিক ছাত্রদল নেতাকর্মীদেরকে আহত করেছে। এমনকি হাইকোর্টের ভিতরে ঢুকে খুঁজে খুঁজে বের করে মেরেছে, আহত করেছে, নারীদেরকেও তারা রেহাই দেয়নি।

তিনি বলেন, আহতদের মধ্যে শুধু শমরিতা হাসপাতালেই ভর্তি রয়েছে ৫০ জনের বেশি। নারীদেরকেও রেহাই দেয়নি। এছাড়া অন্যান্য হাসপাতালেও অনেকে রয়েছেন। প্রত্যেকে মারাত্মকভাবে আহত হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউতে আছে, মাথায় আঘাতপ্রাপ্ত আছে।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী কটূক্তি করার পর স্বাভাবিকভাবেই নিন্দার যে ঝড় উঠেছে। এ ঝড়কে দমন করার জন্য তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। এটা হচ্ছে ফ্যাসিবাদের চরিত্র। আমরা এর তীব্র নিন্দ্রা জানাচ্ছি এবং অবিলম্বে ছাত্রদের যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আজকে এটা নতুন নয়, আওয়ামী লীগ সন্ত্রাস করেই টিকে আছে। সন্ত্রাসের মাধ্যমে তারা এদেশে ক্ষমতা ধরে রাখতে চায়। আমরা বিশ্বাস করি জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এ সন্ত্রাসীদের সমাপ্তি ঘটবে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »