হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজাসহ শহিদ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার শাহজীবাজার চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।
এসময় তার কাছ থেকে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত শহিদ মিয়া মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের সবুর হোসেনের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস