ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের আমতলা কালীবাড়ী মোড় সড়কে আর এস প্লাজার ঝালকাঠী স্যামসং শো রুম ও পাশা-পাশি অপো শো রুমে ৭০ টি মূল্যবান মোবাইল সুচতুর চোর চুরি করে নিয়েছে। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোবাইলের মূল্য ২৩ লক্ষ টাকা বলে দাবী করেছে দুটি শো রুমের পরিচালকরা।
রাতে চোর এই ভবনের প্রবশে দ্বারে সাটার এবং বিভতরে ১১টি তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্যামসং শো রুম থেকে ৮ লক্ষাধীক টাকা মূল্যের ৩৩টি দামী মোবাইল সেট ও অপো শো রুম থেকে ১৫ লক্ষ টাকা মূল্যের ৩৭টি দামী মোবাইল সেট চুরি করে করে নেয়। চোর চুরি শেষে যাওয়ার সময় সাটারে নতুন তালা লাগিয়ে চলে যায়।
এব্যাপারে ২টি শো রুম কর্তৃপক্ষ ঝালকাঠি থানায় লিখিতভাবে অভিযোগ করেছে। ঝালকাঠি শহরের এই স্থানটি ব্যস্ত ও জনবহুল প্রতিষ্ঠিত মোবাইল মার্কেট হিসেবে পরিচিত। সম্প্রতি ঝালকাঠি শহরে হর হরদম দোকান পাটে বিরতিহীনভাবে এই ধরণের চুরির ঘটনা ঘটে চলেছে এবং দিন দিন চুরি বৃদ্ধি পাচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন থেকে চুরি রোধে কার্যকর কোন ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না।
বাধন রায় /ইবিটাইমস