ঝালকাঠি প্রতিনিধি: ঝালকঠি জেলা কৃষি সম্প্রসারন বিভাগের খামার বাড়িতে কৃষক পর্যায় উন্নতমানের ডাল, তেল ও মশলা জাতিয় বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় এসএমই কৃষকদের মেন্টারিং ফলোআপ ডিসকাস সভা এবং কৃষকদের পুরষ্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মনিরুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠনে জেলার অতিরিক্ত উ-পরিচালক মোঃ রিফাত শিকদার সহ জেলার চারটি উপজেলার এসএমই কৃষক-কৃষানিরা উপস্থিত ছিলেন।
২০২১-২২ অর্থবছরে রাজাপুর উপজেলার মোঃ গোলাম কবির প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকারী হচ্ছেন সদর উপজেলার আনোয়ার হাওলাদার ও তৃতীয় মোঃ দেলোয়ার হোসেন মনোনীত হয়ে নগদ অর্থ পুরষ্কার লাভ করেন।
একই অনুষ্ঠানে ২০২১-২০২১ অর্থবছরে বিজয়ীদেরও পুরষ্কার প্রদান করা হয়েছে। এরা হচ্ছে সদর উপজেলার মোঃ জালাল হোসেন (১ম), কাঠালিয়া উপজেলার দেবাংশু মিস্ত্রি (২য়), ও মোঃ দেলোয়ার হোসেন তৃতীয় হয়েছেন। প্রথম পুরষ্কার প্রাপ্ত কৃষক ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার হিসেবে ৭ হাজার টাকা ও তৃতীয় পুরষ্কার প্রাপ্ত ৫ হাজার টাকা পেয়েছে।
বাধন রায়/ইবিটাইমস