ঝালকাঠিতে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন শুরু

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বোরো মৌসুমের ধান কাটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঝালকাঠি জেলায় এ বছর ১২ হাজার ৬৭৭ হেক্টরে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ১১ হজার হেক্টরে ব্রি-৭৪, ৭৭ ও বিনা-১০ জাতের বোরো আবাদ সহ অন্যান্য উচ্চফলনশীল জাতের এবং হাইব্রিড ও স্থানীয় জাতের আবাদ হয়েছে। কিছু কিছু নিচু এলাকায় আগাম পানি উঠে যাওয়ার কারনে আধা-পাকা বোরো ধান কৃষকদের কর্তন করে বাড়ি নিতে হয়েছে। ডুবে থাকা বোরো ধানের ক্ষেতে এ কারনে আবাদ থেকে ধানের মধ্যে চিটা সংখ্যা বেশি। কৃষি বিভাগ প্রথমিক কর্তন থেকে উচ্চফলনশীল জাতের হেক্টর প্রতি গড়ে সাড়ে ৬ মেট্রিকটন এবং উচ্চফলনশীল জাত থেকে সাড়ে সাত মেট্রিকটন ফলন পাওয়া গেছে।

বুধবার সকাল ১০টায় ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া ব্লকে ৮২ জন কৃষকের ৫০ একর জমিতে সমলয়ে চাষ করা বোরো ধানের আনুষ্ঠানিক কর্তন করা হয়েছে। হার্ভেস্টার মেশিন দিয়ে কৃষকের এই ধান কর্তন করা হয়েছে। এই মেশিন দিয়ে কর্তনের ফলে কৃষকের কর্তনের খরচ ও সময় সাশ্রয় হয়েছে এবং কর্তনের সাথে সাথে এই মেশিনের সাহায্যে একই সময় মাড়াই করে বস্তাবন্দি করে কৃষক বাড়ি নিয়ে যেতে পারছেন। কৃষি বিভাগ প্রনোদনা কর্মসূচির আওতায় এই ৫০ একরে চাষাবাদে বীজ, সার ও কীটনাশক সহ সমূদয় খরচ বহন করেছে। রাইস প্লান্টার মেশিনের সাহায্যে এই সমলয়ে চাষাবাদের এই জমিতে বীজ রোপন করে দেয়া হয়েছে।

বুধবার ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ মনিরুল ইসলাম, নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত উপপরিচালক রিফাত সিকদার, নলছিটি উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, ভৈরবপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হক, নলছিটি কৃষি সম্প্রসারণ অফিসার আলী হোসেন, এই এলাকার উপ-সহকারি কৃষি কর্মকর্তা কাজল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »