ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ পৌরসভার নির্বাচনকে নিয়ে বিশেষ এক জরিপে মেয়র পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় শীর্ষস্থান দখল করেছেন তরুণ সমাজ সেবক বাসের আলম সিদ্দিকী। এবার পৌরসভার ভোটারদের মধ্যে বিশেষস্থান দখল করেছেন নতুন ভোটাররা। ভোটের জয়-পরাজয়ে নতুন ভোটারদের থাকবে বিশাল ভূমিকা। নতুন এ ভোটাররা শতকরা ৯৯ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণদের ভোটের বেশির ভাগই পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। নির্বাচনী এলাকায় খোঁজখবর নিয়ে এমনটিই জানা গেছে।
নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গত ১৪মে ঝিনাইদহ পৌরসভার মেয়র প্রার্থী বাসের আলম সিদ্দিকীকে নিয়ে আমজনতার তুমুল মহড়া শুরু হয়।
রবিবার দুপুর থেকে ঝিনাইদহ পৌরসভা জুড়ে শুরু হয়েছে মেয়র প্রার্থী বাসের আলম সিদ্দিকীর তুমুল মহড়া। নির্বাচনী মহড়ায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার নয়টি ওয়ার্ডের বাসের আলম সিদ্দিকীর কয়েক হাজার নেতা-কর্মীরা।
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাসের আলম সিদ্দিকী অন্যতম। তাকে ঝিনাইদহ শহরের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ করতে দেখা যাচ্ছে। বাসের আলম সিদ্দিকীর প্রতি দল-মত-নির্বিশেষে অনেকেই উচ্ছ্বাসিত ও আগ্রহ দেখাচ্ছেন। ঝিনাইদহের তরুণ সমাজ সেবক বাসের আলম সিদ্দিকী আসন্ন পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী।
গণমাধ্যমকর্মীদের বাসের আলম সিদ্দিকী বলেন, আমরা দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছি, পৌর মেয়র নির্বাচিত হলে এই সেবার হাত আরও প্রসারিত করবো।অনিয়ম-দুর্নীতির আতুরঘর ঝিনাইদহ পৌরসভার অচলায়তন ভেঙে সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করবো।
ঝিনাইদহ/ইবিটাইমস