ভোলায় জুয়ারির সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে প্রাণনাশের হুমকি! থানায় জিডি

ভোলা প্রতিনিধি: ভোলায় সংবাদ প্রকাশ করায় দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি নারী সাংবাদিক সিমা বেগমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জুয়ারি শরীফ। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ওই সাংবাদিক।

সিমা বেগম জানান, গত রবিবার (৮মে) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রাড়ীর হাট বাজারের পশ্চিমে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে থেকে জুয়া খেলার সময় ৫ জুয়ারি কে আটক করে ভোলা সদর থানা পুলিশ। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেককে জরিমানা প্রদান করে ছেড়ে দেন। এইরকম তথ্যের ভিত্তিতে আমি আমার স্থানীয় ও জাতীয় নিউজ করি। জরিমানাকৃত  মধ্যে মোঃ শরীফ(২৫) নামে এক জুয়ারি ছাড় পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও আমার ফোনে কল করে অশ্লীল ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমি ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছি। আশা করি পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোলার গণমাধ্যমকর্মীরা। অবিলম্বে এর শরীফের গ্রেফতারের দাবী জানান তারা।

ইউরো বাংলা টাইমসের ভোলা সদর প্রতিনিধি সিমা বেগম কে হত্যার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা জানান ইউরো বাংলা টাইমস পরিবার এবং ঐ দোষী ব্যক্তিকে অনতিবিলম্বে আইনের আয়োতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, প্রাণনাশের হুমকির ঘটায় জিডি করেছেন সাংবাদিক  আমরা তদন্তের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

ভোলা/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »