সৌদি আরব সহ সমগ্র আরব উপদ্বীপ,মধ্যপ্রাচ্য সহ সমগ্র পশ্চিমা দুনিয়ায় আগামী সোমবার ২ মে পবিত্র ঈদুল ফিতর
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে,সৌদি আরবের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায় নি। তাই এই বছর পবিত্র রমজান মাস ৩০ দিন সম্পন্ন হবে। আগামীকাল রবিবার ৩০ শে রমজান। আগামী সোমবার ১ শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতরের দিন।
অস্ট্রিয়া মুসলিম কমিউনিটি সৌদি আরবের সাথে ইসলামিক ক্যালেন্ডার মেনে চলে বলে অস্ট্রিয়ায় পবিত্র ঈদ উল ফিতর আগামী সোমবার ২ মে। এদিকে
সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক আরব দেশ ইতিমধ্যেই আগামীকাল ৩০ তম রোজা এবং সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে বলে জানিয়েছে Gulf News।
অস্ট্রিয়ায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে ভিয়েনার ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে। সেখানে ঈদুল ফিতরের নামাজ
২ টি অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত: সকাল ৬:৩০ টায়,
দ্বিতীয় জামাত: সকাল ৭: ৩০ টায়।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদ সমূহেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
■ বায়তুল মোকারম মসজিদ ভিয়েনায় ঈদুল ফিতরের মোট দুইটি জামাত অনুষ্ঠিত হবে,
• প্রথম জামাত সকাল ৮:০০ টায়
• দ্বিতীয় জামাত সকাল ৯:৩০ টায়
■ ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ঈদের নামাজের মোট ৩ টি জামাত অনুষ্ঠিত হবে।
• প্রথম জামাত সকাল ৮:৩০ মিনিট
• দ্বিতীয় জামাত সকাল ৯: ৩০ মিনিট
• তৃতীয়ত জামাত সকাল ১০:৩০ মিনিট
■ ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ঈদের নামাজের ২ টি জামাত অনুষ্ঠিত হবে।
• প্রথম জামাত সকাল ৮:৩০ মিনিট
• দ্বিতীয় জামাত সকাল ৯:৩০ মিনিট
■ ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের নূরে মদিনা মসজিদে ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯:০০ টায়।
■ ভিয়েনার পার্শ্ববর্তী লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের Wiener Neustadt শহরে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বসবাস করেন।
Wr.Neustadt এ বাংলাদেশী মসজিদ বায়তুল মোকারম মসজিদ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে,আগামী সোমবার সকাল ৯ টায়
বায়তুল মোকারম মসজিদ Wr.Neustadt এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
কবির আহমেদ/ইবিটাইমস