ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: মুজিব বর্ষে প্রধান মন্ত্রীর ঈদ উপহার হিসাবে পিরোজপুরে ২২৮টি ভুমি ও গৃহহীন পরিবার পেলেন মাথা গোঁজার
ঠাই।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে মুজিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসাবে আশ্রায়নের ওই ঘর প্রদান করা হয়। পিরোজপুরের নাজিরপুর উপজেলার ‘নাজিরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, জেলা প্রলিশ সুপার মো. সাইদুর রহমান,উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী
কমিশনার (ভুমি) মো. আল-মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।
জানা গেছে, প্রধান মন্ত্রীর ওই ঈদ উপহার হিসাবে তৃতীয় পর্যায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ৪০টি, নেছারাবাদ উপজেলায় ১০৩টি, ইন্দুরকানি উপজেলায় ৩০টি এবং মঠবাড়িয়া উপজেলায় ৫৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। নাজিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ওই চাবি হস্তান্তর করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।
সূত্র জানায়, পিরোজপুর জেলার প্রায় ৫ একর সরকারি খাস জমির ওপর ২২৮টি আশ্রায়ন প্রকল্প গড়ে তোলা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা সহ ২টি শয়ন কক্ষ, ১টি বারান্দা, ১টি পাকঘর ও সৌচাগার সহ প্রতিটি ঘর নির্মানে ব্যায় হয়েছে ২ লাখ, ৫৯ হাজার ৫শ’ টাকা করে।
উল্লেখ্য, ১ম পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কর্মসূচির অংশ হিসেবে ১হাজার ১৭৫টি এবং ২য় পর্যায়ে ২হাজার ৪টি গৃহ নির্মাণ করে
হস্তান্তর করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস