পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে বীনামূল্যে ডিম ও দুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিসের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দপ্তরের কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোঃ আনোয়ার হোসেন, জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ বিভিন্ন উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে ডিম দুধ পেয়ে রিকশা চালক আবুল হোসেন বলেন, ‘বিনামূল্যে ডিম দুধ পাইলাম,ভালোই লাগলো।
‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এই প্রতিপাদ্য নিয়ে এ বছর ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে।
আব্দুস সালাম আরিফ/ইবিটাইমস