অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ও কয়েকটি প্রধান শহরের আজকের ইফতার ও আগামীকালের সেহরির শেষ সময়

ইউরোপ ডেস্কঃ আজ সোমবার ২৫ এপ্রিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২৪ তম রোজার ইফতারের সময় : ১৯:৫৯ মিনিট। (Ifter in Vienna at 19:59 p.m)

আগামীকাল মঙ্গলবার ২৬ এপ্রিল ভিয়েনায় ২৫ তম রোজার সেহরির শেষ সময় : রাত ৪:০৫ মিনিট।

ভিয়েনার সাথে অস্ট্রিয়ার অন্যান্য কয়েকটি ফেডারেল রাজ্যের প্রধান শহরের সময়ের পার্থক্য নিম্নে উল্লেখ করা হল,
* Innsbruck (Tirol) + 20 Min.
* Salzburg + 13 Min.
* Villach (Kärnten) + 10 Min.
* Linz (OÖ) + 08 Min.
*Klagenfurt (Kärnten) + 08 Min.
* Graz (Steiermark) + 4 Min.
* St. Pölten (NÖ) + 3 Min.

মহান সৃষ্টিকর্তা আল্লাহর বাণী: “নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।” [সুরা নিসা,আয়াতঃ ৫৮]

মহান আল্লাহতায়ালা আরও বলেন, ‘কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে তাদের জন্যে রয়েছে জান্নাত যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ। তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকবে। আর যা আল্লাহর নিকট রয়েছে, তা সৎকর্মশীলদের জন্যে একান্তই উত্তম।’ [সূরা আলে ইমরান,আয়াতঃ ১৯৮]

জান্নাত (আরবি: جنّة‎‎) হল ইসলামিক পরিভাষা অনুযায়ী, পার্থিব জীবনে যে সকল মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ যে সকল স্বর্গ প্রস্তুত রেখেছেন। এটি একটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ হল “বাগান” বা “উদ্যান”| প্রচলিত বাংলা ভাষায় একে বেশিরভাগ ক্ষেত্রেই বেহেশত বলা হয়ে থাকে।

কুরআনে বর্ণিত জান্নাতের নাম সমূহঃ

ফিরদাউস – জান্নাতের সর্বচ্চো বাগান।
দারুস সালাম – শান্তির নীড়।
জান্নাতুল মাওয়া –বসবাসের জান্নাত।
দারুল খুলদ – চিরস্থায়ী বাগান।
জান্নাতুল আদন – অনন্ত সুখের বাগান।
জান্নাতুল আখিরাহ – আখেরাতের আলয়।
জান্নাতুন নাঈম –নেয়ামত পূর্ণ কানন।
দারুল মুকামাহ – বাড়ি ।

জান্নাত সম্পর্কে আল হাদিস: আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ জান্নাতকে পরিবেষ্টন করে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা এবং জাহান্নামকে পরিবেষ্টন করে রাখা হয়েছে আকর্ষণীয় জিনিস দ্বারা। [ই.ফা. ৬৮৬৯, ই.সে. ৬৯২৬]

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »