ভোলা থেকে, রিপন শানঃ অত্যাধুনিক মানের সাফিয়ার ডিআর মেশিনে দ্রুততম সময়ে ক্লিনিক্যাল রিপোর্টসহ এক্সরে, সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে হার্নিয়া, টিউমার সহ জটিল সব রোগীর নির্ভেজাল অপারেশন , মাত্র পনেরো হাজার টাকার প্যাকেজে প্রসূতি মায়েদের সিজার পদ্ধতিতে নিরাপদে সন্তান ভূমিষ্ঠকরণ- এমনতরো বিশেষত্ব নিয়ে ভোলার চিকিৎসা জগতে নতুন মাইলফলক সৃষ্টি করে এগিয়ে যাচ্ছে লালমোহন গ্রীণলাইফ ক্লিনিক এন্ড হসপিটাল।
১৬ মে ২০২১ তারিখে লালমোহন পৌরসভার ১ নং ওয়ার্ডে অবস্থিত হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটের ১ম ও ২য় তলার বিশাল কম্পাউন্ড জুড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লালমোহন গ্রীনলাইফ ক্লিনিক এন্ড হসপিটাল।
ঐদিন লালমোহনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে গ্রীনলাইফ ক্লিনিক এন্ড হসপিটালের উদ্বোধন করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
গ্রীনলাইফের উদ্যোক্তা ও প্রধান সত্তাধিকারী লালমোহন পৌরসভার ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল আলম হাওলাদার, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
গাইনী, শিশুরোগ, অর্থপেডিকস, জেনারেল মেডিসিন সহ আটটি বিভাগের আটজন বিশেষজ্ঞ ডাক্তার সার্জন দ্বারা পরিচালিত হচ্ছে লালমোহন গ্রীনলাইফ ক্লিনিক এন্ড হসপিটাল। স্বলপখরচে অত্যাধুনিক মেশিনে ইসিজি, আল্টাসনোগ্রাফী, এন্ডোসকপি, ইসিসিডি, এনেস্হেসিয়া, সার্জারি করার সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে গ্রীনলাইফে । গাইনী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহনাজ পারভীন তাঁর ক্যামিকেল ইন্জিনিয়ার স্বামী সহ হসপিটালের অভ্যন্তরেই আবাসিকভাবে বসবাস করছেন তাতে করে জরুরি যে কোনো মূহুর্তে গাইনী সেবাটা প্রদান করা যায়। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শাহনাজ পারভীন গ্রীনলাইফে প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন। আবাসিক সার্জন ডাক্তার মাহমুদ হাসান খান এখানে প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন। ঢাকার হলিফ্যামিলি মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের বিভাগীয় প্রধান প্রফেসর তরিকুল আলম চৌধুরী প্রতি বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রোগী দেখেন গ্রীণলাইফে।
হসপিটালটির তরুণ পরিচালক মাহেরুল ইসলাম মুহিব জানান- বানিজ্য নয়, সেবাটাই আমাদের কাছে মুখ্য। চরফ্যাসন ভোলা ঢাকা বরিশালে দৌড়াদৌড়ি, খরচাধিক্য ও সেবাবিড়ম্বনার কবল থেকে মুক্ত করে লালমোহনের সকল শ্রেণীর মানুষকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের জন্য গ্রীনলাইফ ক্লিনিক এন্ড হসপিটাল বদ্ধপরিকর।
অতিসম্প্রতি গ্রীণলাইফ হসপিটালের কর্ণধার জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী এবং হসপিটালের যুগ্ম সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন বাবুল এর আন্তরিক আমন্ত্রণে হসপিটালটি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব এর প্রধান উপদেষ্টা ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। ভোলা টু লালমোহন সড়কের মনোরম লোকেশনে অবস্থিত হাসপাতালটির অবয়ব, যন্ত্রানুষঙ্গের আধুনিকতা, বিশেষত্ব ও সেবার মান সরেজমিন দেখে তিনি দারুণ সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন- চিকিৎসা সেবার মানে গুণে এবং আধুনিক সেবাপ্রাপ্তির সহজলভ্যতায় গ্রীনলাইফ ক্লিনিক এন্ড হসপিটাল লালমোহনের মডেল প্রতিষ্ঠান। অতিবানিজ্যিক মানসিকতাকে প্রশ্রয় না দিয়ে গ্রীনলাইফ সঠিক স্বাস্থ্যসেবা দিয়ে মানবসেবার মহতী লক্ষ্যে বহুদুর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
ভোলা/ইবিটাইমস