ঢাকা থেকে হাফিজা লাকীঃ সিলভারডেল প্রিপারেটরি এন্ড গার্লস হাই স্কুলের গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বিদ্যালয়ের চেয়ারম্যান কবি সালাউদ্দিন বাদল।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিক আজিজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানতে হলে তোমাদেরকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বেশি বেশি পড়তে হবে পাশাপাশি বিজ্ঞান বিষয় বইয়ের ওপর জোর দিতে হবে। আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিবেদিত তিনি তাঁর স্বঁরচিত কবিতা “মধুমতির কলকল ধ্বনি” পাঠ করেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক সামা আফরোজ, মাধ্যমিক শাখার কো-অপ্ট সদস্য এম এ কাশেম, অভিভাবক সদস্য মোঃ জাকির হোসেন, মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক হারুনর রশীদ, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, মাধ্যমিক শাখার সিনিয়র শিক্ষক প্রদীপ চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক আঞ্জুমান আরা কাকলি, সহকারী শিক্ষক সুব্রত সরকার, সহকারী শিক্ষক ফৌজিয়া বেগম কলি,সহকারী গ্রন্থাগারিক হাছিনা শিরিন,প্রাথমিক শাখার সহকারী শিক্ষক তুলসী রানী বনিক। কোরআন তেলওয়াত করেন শিক্ষার্থী আফসানা ইসলাম।
আরো উপস্থিত ছিলেন আওয়ামী শিল্পী গোষ্ঠীর জেসি আক্তার ,আমেনা আক্তার, সঞ্জয় মজুমদার প্রমুখ।
কবির আহমেদ /ইবিটাইমস