ভোলার সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের আজ ৫১তম শাহাদাত বার্ষিকী

ভোলা থেকে রিপন শানঃ আজ ১৮ এপ্রিল ২০২২ দ্বীপজেলা ভোলার সর্বকালের সেরা সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৫১ তম মৃত্যুবার্ষিকী ।
১৬ এপ্রিল ১৯৭১ পাকিস্তান সেনাবাহিনী চতুর্থ ইস্ট বেঙ্গলকে নিশ্চিহ্ন করার জন্য কুমিল্লা-আখাউড়া রেললাইন ধরে উত্তর দিকে এগুতে থাকে। ১৮ই এপ্রিল পরদিন ভোরবেলা পাকিস্তান সেনাবাহিনী দরুইন গ্রামে মুক্তিবাহিনীর অবস্থানের উপর মর্টার ও আর্টিলারীর গোলাবর্ষণ শুরু করলে মেজর শাফায়াত জামিল ১১ নম্বর প্লাটুনকে দরুইন গ্রামে আগের প্লাটুনের সাথে যোগ দেয়ার নির্দেশ দেন। ১১ নম্বর প্লাটুন নিয়ে হাবিলদার মুনির দরুইনে পৌছেন। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল তার নিকট থেকে গুলি নিয়ে নিজ পরিখায় অবস্থান গ্রহণ করেন। বেলা ১১ টার দিকে শুরু হয় শত্রুর গোলাবর্ষণ। সেই সময়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সাড়ে ১১টার দিকে মোগরা বাজার ও গঙ্গা সাগরের শত্রু অবস্থান থেকে গুলি বর্ষিত হয়। ১২ টার দিকে আসে পশ্চিম দিক থেকে সরাসরি আক্রমণ। প্রতিরক্ষার সৈন্যরা আক্রমণের তীব্রতায় বিহ্বল হয়ে পড়ে। কয়েক জন শহীদ হন। মোস্তফা কামাল মরিয়া হয়ে পাল্টা গুলি চালাতে থাকেন। তার পূর্ব দিকের সৈন্যরা পেছনে সরে নতুন অবস্থানে সরে যেতে থাকে এবং মোস্তফাকে যাবার জন্য অনুরোধ করে। কিন্তু তাদের সবাইকে নিরাপদে সরে যাওয়ার সুযোগের জন্য মোস্তফা পূর্ণোদ্যমে এল.এম.জি থেকে গুলি চালাতে থাকেন। তার ৭০ গজের মধ্যে শত্রুপক্ষ চলে এলেও তিনি থামেননি। মোস্তফার ক্রমাগত নিখুঁত ফায়ারে পাকিস্তানিদের প্রায় ২০-২৫ জন হতাহত হন এবং তাদের সম্মুখ গতি মন্থর হয়ে পড়ে। পাকিস্তানিরা মরিয়া হয়ে মোস্তফার অবস্থানের উপরে মেশিনগান এবং মর্টারের গোলাবর্ষণ করতে থাকে। এক পর্যায়ে মোস্তফার এল.এম.জি.-র গুলি নিঃশেষ হয় এবং তিনি মারত্মক ভাবে জখম হন। তখন পাকিস্তান বাহিনীর সৈনিকরা ট্রেঞ্চে এসে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
এই শহীদ বীরমুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন- ভোলা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ, ভোলা আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ।
৫১ তম মৃত্যুবার্ষিকীতে ভোলার গর্ব বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের প্রতি হৃদয়গভীর শ্রদ্ধা জানিয়েছেন- অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব  ও ভোলা দক্ষিণ প্রেস ক্লাব এর প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, জাতীয় কবিতা পরিষদ ভোলার সভাপতি ও ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সিনিয়র উপদেষ্টা অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সভাপতি ও জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন শান, ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও চরফ্যাসন প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম জামাল মোল্লা, ভোলা দক্ষিণ প্রেসক্লাব এর উপদেষ্টা ও উপকূল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী তাহের লিটন প্রমুখ।
ভোলা /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »