চরফ্যাসন ( ভোলা) প্রতিনিধি: আউশ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় চরফ্যাসনে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান রোববার সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, ৫ হাজার ৮ শ জন কৃষক প্রতিজনে পাবেন ৫কেজি উফশী ধান বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। এছাড়া কম্বাইন হারভেস্টার মেশিন ১৫ টির মধ্যে আজ ৫ টি বিতরন এবং চলতি মাসে আরো ১০ টি বিতরণ করা হবে।
এসব বিতরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্হিত থেকে কৃষকদের মাঝে যন্ত্রপাতি ও সার বীজ বিতরন করেছেন।
ভোলা/ইবিটাইমস