চরফ্যাসন প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সারা দেশের সব থানায় ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ি হস্তান্তর করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি পুলিশের দুটি মানবিক উদ্যোগের উদ্বোধন করে বলেন,বিভিন্ন থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় সার্ভিস ডেস্ক স্থাপিত হওয়ায় নারীদের জন্য অন্যায়ের প্রতিকার চাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে।
ভার্চুয়ালি এ সভায় চরফ্যাসনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, যুগ্ম সম্পাদক মোঃ জাহের ভুইয়া, চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়াসহ চরফ্যাসন থানার সকল এস আই ও এ এস আই, নারী কনষ্টেবলরা উপস্থিত ছিলেন, সাংবাদিক জামাল মোল্লা, আমির হোসেন, মাইন উদ্দিন জমাদার এবং গৃহ সুবিধা ভোগী আমির হোসেন প্রমুখ।
ভোলা/ইবিটাইমস