অস্ট্রিয়া মুসলিম কমিউনিটির মধ্যে দুই বছর পর রমজানের স্বাভাবিক প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে

ইউরোপ ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনার জন্য দুই বছর পর এই বছরই তেমন কোন বিধিনিষেধ না থাকায় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদ সহ সমগ্র অস্ট্রিয়ার মসজিদে পূর্বের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

বৈশ্বিক মহামারী করোনার জন্য ২০২০ ও ২০২১ সালের পবিত্র রমজান মাসে অস্ট্রিয়ার বিভিন্ন মসজিদ তাদের ঐতিহ্যবাহী ইফতার অনুষ্ঠান স্থগিত রেখেছিল।এই বছর করোনার নতুন সংক্রমণের বিস্তার অব্যাহত থাকলেও সরকার শুধুমাত্র মাস্ক পড়া ছাড়া আর কোন বিধিনিষেধ আরোপ করে নি।

ইতিমধ্যেই অস্ট্রিয়ার বিভিন্ন রাজনৈতিক,আঞ্চলিক ও সামাজিক সংগঠন বিভিন্ন মসজিদে তাদের ইফতার দেয়ার তারিখ ঘোষণা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে পুরাতন সংগঠন বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি গতকাল ভিয়েনার বিভিন্ন বাংলাদেশ মসজিদে ইফতারের জন্য খাবার পানি সরবরাহ করেছেন।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির পক্ষ থেকে গতকাল ইফতারের জন্য যে সমস্ত বাংলাদেশী মসজিদ প্রতিষ্ঠানে খাবার পানি সরবরাহ করা হয়েছে তারমধ্যে
অন্যতম বাইতুল মামুর মসজিদ ভিয়েনা ১০ , মসজিদ নূরে মদিনা, বাইতুল মামুর ২০, মসজিদুল ফালাহ ২০, বাইতুল মোকারম মসজিদ ভিয়েনা, মাদানি কোরআন স্কুল ভিয়েনা এবং NÖ রাজ্যের বাইতুল মোকারম ভিয়েনা মসজিদ ভিনারনয়াষ্টাড(Wiener Neustadt)।

এদিকে গতকাল অস্ট্রিয়া মুসলিম কমিউনিটি কর্তৃপক্ষ (IGGÖ) এর পক্ষ থেকে অস্ট্রিয়ায় বসবাসকারী বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, কূটনৈতিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে এক আন্তঃধর্মীয় ইফতার অনুষ্ঠিত হয়েছে। এই আন্তঃধর্মীয় ইফতার অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করেন অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট ড.উমিত ভূরাল।

অস্ট্রিয়ার ইসলাম ধর্মে বিশ্বাসীদের অর্থাৎ অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির এই ব্যতিক্রমী ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার সামাজিক বিষয়ক ও স্বাস্থ্যমন্ত্রী জোহানেস রাউখ (Greens)।

অনুষ্ঠানে অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট উমিত ভূরাল বলেন,কৃতজ্ঞ সংলাপ, সংহতি এবং সামাজিক সংহতি উন্নত সহাবস্থানের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই পদক্ষেপগুলির মধ্যে একটি হল আজকের আমাদের এই আন্তঃধর্মীয় ইফতারের মতো সাক্ষাৎ। আমি অত্যন্ত আনন্দিত যে এই ইভেন্টটি ধর্ম এবং সংস্কৃতির আরও ভাল বোঝার জন্য আমাদের দৈনন্দিন প্রচেষ্টাকে প্রচার করতে সক্ষম হয়েছে।আন্তঃধর্মীয় বোঝাপড়া, ন্যায়পরায়ণ সমাজ বিনির্মাণ এবং শান্তি রক্ষার প্রতি তাদের অঙ্গীকারের জন্য আমি আবারও আমাদের সকল অতিথিদের ধন্যবাদ জানাতে চাই।

আজ সন্ধ্যায় আমরা দেখিয়েছি যে এটি কিভাবে কাজ করে: আমাদের মধ্যে যা আছে তা সর্বদা সামনে রেখে এবং একে অপরের সাথে সংহতির মাধ্যমে, অন্যান্য ধর্মের সদস্যদের সাথে ইতিবাচক সম্পর্ক তৈরি করা হয়, যা আমাদের মতো বহুত্ববাদী সমাজে অপরিহার্য!

আমাদের মুসলমানদের নীতি “বৈচিত্রের মধ্যে ঐক্য, সংহতিতে শক্তি” অনুসরণ করে, এনকাউন্টারের এই সন্ধ্যায় শুধুমাত্র একটি বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান এবং অনেক আকর্ষণীয় কথোপকথনের জন্য আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু সর্বোপরি দেখায় যে আমাদের সামাজিক বহুত্ব শুধুমাত্র একটি বাস্তবতা নয়, বরং এটিকে উন্নীত করার প্রয়োজন।বাসযোগ্য, শান্তিপূর্ণ, উন্মুক্ত ও শক্তিশালী সমাজই অন্তর্নিহিত শক্তি।

ইসলামিক ফেইথ কমিউনিটির পক্ষ থেকে, আমরা সেই সমস্ত অতিথিদের ধন্যবাদ জানাতে চাই যাদের সাথে আমরা আজকের রমজানে এই ইফতারে বিভিন্ন সম্প্রদায়ের বিস্ময়কর অনুভূতি শেয়ার করতে পেরেছি এবং একটি আল্লাহর আশীর্বাদপূর্ণ রোজার মাস কামনা করছি !

ইফতার অনুষ্ঠানের বিশেষ অতিথি অস্ট্রিয়ার সামাজিক ও স্বাস্থ্যমন্ত্রী জোহানেস রাউখ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমাদেরকে আজকের এই অভূতপূর্ব সুন্দর ইফতারে দাওয়াত দেয়ার জন্য তিনি অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটিকে ধন্যবাদ জানান।তিনি জোর দিয়ে বলেন অস্ট্রিয়া একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।আমাদের দেশে বসবাসকারী প্রতিটি মানুষ স্বাধীনভাবে তার নিজ ধর্ম পালন করার পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন আমাদের সংবিধান।ইফতার অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

কবির আহমেদ/ইবিটাইমস

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »