জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসরবাদ লালমোহন উত্তরবাজার ইসলামী আন্দোলনের অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে লালমোহন পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে ইসলামী আন্দোলন অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন লালমোহন উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি মো. মহসিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি লালমোহন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, ইসলামী আন্দোলন লালমোহন পৌরসভার সভাপতি মাওলানা কবি মো. নেছার উদ্দিন প্রমূখ।
আলোচনায় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দিনের বেলায় খাবার হোটেল রেস্তোরা খোলা না রাখার জন্য হোটেল রেস্তোরার মালিকদের অনুরোধ সহ রজমানের যথাযথ পবিত্রতা বজায় রাখার জন্য সকলকে অনুরোধ করেন।
ভোলা /ইবিটাইমস