ইইউতে থাকা ন্যাটো দেশগুলো অস্ট্রিয়াকে সুরক্ষার আশ্বাস দিয়েছে

অস্ট্রিয়া ন্যাটো জোটের সদস্য না হলেও ইইউর দেশ হিসাবে ন্যাটো ভুক্ত ইইউর সদস্য দেশগুলোর সামরিক সুরক্ষার সহায়তা পাবে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) অস্ট্রিয়ার জনপ্রিয় রাজনৈতিক দৈনিক পত্রিকা হিসাবে খ্যাত “ডের স্ট্যান্ডার্ড”এর সাথে এক সাক্ষাৎকারে বলেন,ইইউর কোন আলাদা সেনাবাহিনী থাকবে না।

প্যারিসে গত সপ্তাহান্তে ইইউ শীর্ষ সম্মেলনে, ইইউ রাষ্ট্রগুলিও সেই সমস্ত ইইউ দেশগুলিকে প্রতিশ্রুতি দিয়েছিল যারা ইইউর সদস্য হলেও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না। ইইউর কোন সদস্য দেশ অন্য কোন তৃতীয় দেশ কর্তৃক আক্রান্ত হলে,ইইউর ন্যাটো সদস্য দেশ সমূহ তাকে পূর্ণ সামরিক সাহায্য দিয়ে তা পক্ষে থেকে সম্পূর্ণ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে অস্ট্রিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর (NATO) সদস্য না হলেও কোন তৃতীয় দেশ কর্তৃক আক্রান্ত হলে ন্যাটো ভুক্ত দেশ থেকে সামরিক সহায়তা পাবে।

এপিএ আরও বলেন,ফেডারেল চ্যান্সেলর কার্ল নেহামার “স্ট্যান্ডার্ড” (অনলাইনে) বলেছেন “এটি এই স্পষ্টতার মধ্যে অসাধারণ ছিল।” কোন ইইউ সেনাবাহিনী থাকবে না, নেহামার জোর দিয়েছিলেন। তবে ইইউতে থাকা ন্যাটো দেশগুলো অস্ট্রিয়াকে রক্ষা করবে।

ইইউ দেশগুলি যেগুলি ন্যাটোর সদস্য নয় তারা ইউরোপীয় ইউনিয়নের সহায়তার দায়িত্ব থেকে উপকৃত হবে, যা শীর্ষ সম্মেলনের ঘোষণায় উল্লেখ করা হয়েছিল। চ্যান্সেলরের মতে, এটি মাল্টা, আয়ারল্যান্ড, সাইপ্রাস এবং অস্ট্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, তবে ফিনল্যান্ড এবং সুইডেনের ক্ষেত্রেও।

নেহামারের মতে, ইউক্রেন যুদ্ধ নাটকীয়ভাবে ইইউ দেশগুলির কাছে প্রদর্শন করেছিল যে সাধারণ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি কতটা গুরুত্বপূর্ণ এবং প্রতিরক্ষা নীতির জন্য এর অর্থ কী। নেহামারের মতে,ইইউ নেতৃবৃন্দ কোন আলাদা ইইউ সেনাবাহিনী সৃস্টির পরিকল্পনা করেনি।

এখন এটি জাতীয় বাহিনীর আন্তঃকার্যক্ষমতা শক্তিশালী করার একটি প্রশ্ন, কিন্তু: “যা থাকবে না তা হল একটি ইইউ সেনাবাহিনী। বর্তমানে কোথাও এর জন্য কোন প্রচেষ্টা নেই।” ইইউর দেশ সমূহকে সুরক্ষার জন্য ইইউ সম্মিলিত সেনাবাহিনী গড়ার কোন রাজনৈতিক সিদ্ধান্ত বা পরিকল্পনা করা হয় নি। তাছাড়াও ইইউর অধিকাংশ দেশই ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ায়,এ নিয়ে এতোদিন কোন চিন্তা করা হয় নি।

এদিকে গতকাল সোমবার অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৩৪,২২০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪ জন। রাজধানী ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৬,৩২৯ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৭,৩৯৪ জন, OÖ রাজ্যে ৬,৬৭৬ জন, Steiermark রাজ্যে ৫,১৯৪ জন, Tirol রাজ্যে ২,২১৯ জন, Kärnten রাজ্যে ১,৮৩৯ জন, Salzburg রাজ্যে ১,৭৮১ জন, Vorarlberg রাজ্যে ১,৬১৪ জন এবং Burgenland রাজ্যে ১,১৭৪ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল সোমবার সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৬২ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৬৫৫ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩১,৮৮,১৪৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫,২২১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ২৭,৮৪,৯৯৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,৮৭,৯৩০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১৯২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,৮৫৬ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »