অস্ট্রিয়ায়প্রতিদিন প্রায় ৪ হাজার ইউক্রেন শরণার্থীর আগমন

ইউক্রেন থেকে প্রতিদিন ৪,০০০ (চার হাজার) শরণার্থী অস্ট্রিয়ায় আসলেও থাকতে চাইছেন মাত্র ২০ শতাংশ

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪,০০০ হাজার শরণার্থী দেশটিতে ঢুকছে। তবে এদের অধিকাংশই অস্ট্রিয়ায় থাকতে চাইছেন না। ফলে অস্ট্রিয়ায় ইউক্রেন যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষের সংখ্যা আপাতত নিয়ন্ত্রণযোগ্য বলে জানিয়েছে অস্ট্রিয়ান কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা এপিএর অনুরোধে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে ইউক্রেন থেকে প্রতিদিন প্রায় ৪ হাজার শরণার্থী ট্রেনযোগে অস্ট্রিয়ায় আসছে। তবে তাদের মধ্যে খুব কমই অস্ট্রিয়ায় থাকতে চাইছে। শরণার্থীদের মধ্যে শতকরা ৮০ শতাংশই অন্য কোন তৃতীয় দেশে যাবার কথা জানাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রটি সংবাদ সংস্থা এপিএকে আরও জানান,বর্তমানে ইউক্রেন আগত শরণার্থীদের মধ্যে অধিকাংশই ইইউর সদস্য দেশ ইতালি ও স্পেন যাবার আগ্রহ প্রকাশ করেছেন। জানা গেছে, শরণার্থীদের শতকরা ৮০ ভাগই ইতালি ও স্পেন যাবার
ইচ্ছার কারন হল,পূর্ব থেকেই সেখানে বিশাল ইউক্রেনীয় সম্প্রদায় রয়েছে৷ তাই যুদ্ধ থেকে পালিয়ে আসা ইউক্রেন উদ্বাস্তুদের বা শরণার্থীদের মধ্যে মাত্র ২০ শতাংশ অস্ট্রিয়ায় থাকতে চাইছে।

ইতিপূর্বে অস্ট্রিয়ান সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার ঘোষণা করেছিলেন যে, অস্ট্রিয়া ইউক্রেন যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের গ্রহণ করবে।

অস্ট্রিয়ার পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শরণার্থীদের যাতায়াতের সুবিধার জন্য অস্ট্রিয়ার রেলভ্রমন ফ্রি ঘোষণা করেছেন অস্ট্রিয়ার সাথে ইউক্রেনের সরাসরি সীমান্ত না থাকলেও পোল্যান্ড ও রুমানিয়া থেকে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া হয়ে ট্রেনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই অস্ট্রিয়া আসা যায়।

এপিএ আরও জানিয়েছে,অস্ট্রিয়া ইউক্রেন থেকে আগত শরণার্থীদের গ্রহণের সরকারের সিদ্ধান্ত ঘোষণার পর বিভিন্ন রাজ্যের গভর্নররা তাকে স্বাগত জানিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন। অস্ট্রিয়ান সরকার ইউক্রেন থেকে আগত শরণার্থীদের জন্য
একটি ওয়েবসাইটও খুলেছেন। শরণার্থীদের যে কেহ নিম্নোক্ত ওয়েবসাইটে যোগাযোগ করে সাহায্য প্রার্থনা করতে পারবে বলে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অস্ট্রিয়ান ফেডারেল কেয়ার এজেন্সির ওয়েবসাইটটি হল, https://www.bbu.gv.at

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »