ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর : পিরোজপুরে ট্রাক চাপায় মিয়া মো. ফারুক (৬০) নামের এক সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় আরো ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৪ মার্চ) রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি এলাকায়।নিহত ফারুক
হোসেন জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি।
জানা গেছে, নিহত ও আহতরা একই ইজিবাইকে ছিলেন। আহতরা হলেন- সদর উপজেলার হোরেরহাওলা গ্রামের সোবাহান খানের ছেলে নুরুজ্জামান খান(৪০), পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার খালেক সরদারের ছেলে হামিদ সরদার (৪৫), নরখালী এলাকার মোকসেদ আলীর ছেলে নুরুল আমিন (৪৫), জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে কিবরিয়া হাওলাদার (২৮), জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের দীঘিরজান গ্রামের ভুবন রায়ের এর ছেলে জগদিশ রায়(৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতের ৮টার দিকে পিরোজপুরগামী একটি মালবাহি ট্রাক কালিবাড়ি এলাকায় এসে ব্যাটারী চালিত ওই ইজি বাইকটিকে চাপা দেয়। এ সময় ইজি বাইকে থাকা জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউপি চেয়ারম্যানের
ঘটনাস্থালেই মৃত্যু হয়। বাকি ৪ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: তন্ময় মজুমদার জানান, হাসপাতালে নিয়ে আসা ৫ জনের মধ্যে একজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বাকী ৪ জনের মধ্যে গুরুতর অবস্থা একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি তিন জনকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মোঃ মাসুদুজ্জামান জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউপির সাবেক চেয়ারম্যান। বাকী ৪জন আহত
হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের কাজ চলছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর