বর্তমান অবস্থার পরিপ্রক্ষিতে রাশিয়ান যুদ্ধ বিমানের আকাশসীমায় অনুপ্রবেশ খুব গুরুত্ব সহকারে নিয়েছে সুইডিশ সরকার
আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল বুধবার (২ মার্চ) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন সুইডিশ সরকার গতকাল সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সুইডিশ সেনাবাহিনী জানিয়েছে, চারটি রুশ যুদ্ধবিমান বাল্টিক সাগরে অবস্থিত সুইডিশ দ্বীপ গোটল্যান্ডের পূর্ব আকাশে প্রবেশ করেছিল।
সুইডিশ সরকারের এই প্রেসনোটে বলা হয়েছে,”বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে, আমরা এই ঘটনাটিকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছি,” এটি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছে সুইডিশ সরকার।
সুইডিশ এয়ার ফোর্স কর্তৃপক্ষ রাশিয়ান যুদ্ধ বিমানের তাদের আকাশসীমায় অনুপ্রবেশের ঘটনাটি নথিভুক্ত করেছে, যাতে দুটি রাশিয়ান যুদ্ধ বিমান SU-27 এবং দুটি SU-24 সহ মোট চারটি যুদ্ধ বিমান ছিল বলে জানিয়েছে সুইডিশ সামরিক বাহিনী।
সুইডেন একটি জোট নিরপেক্ষ দেশ অর্থাৎ সুইডেন ন্যাটো সদস্য দেশ না,তাই সে ন্যাটো জোট থেকে সহায়তার গ্যারান্টি দ্বারা আচ্ছাদিত নয়। সম্প্রতি স্টকহোমের বামপন্থী সরকার রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় সেনাবাহিনীকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে রাশিয়া ও সুইডেনের সম্পর্কে ফাটল ধরার পর এই আকাশসীমা লঙ্ঘন বেশ গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে অনেকেই মনে করছেন।
তাছাড়াও সুইডেনে ন্যাটোর সম্ভাব্য সদস্যপদ নিয়েও আলোচনা হচ্ছে। ইতিমধ্যেই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেন এবং প্রতিবেশী ফিনল্যান্ডকেও ন্যাটো সামরিক জোটে প্রবেশের হুমকি দিয়ে বলেছে, সুইডেন ও ফিনল্যান্ড জোট নিরপেক্ষ থেকে ন্যাটো জোটে প্রবেশ করতে চাইলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
একটি সুইডিশ অনলাইন পোর্টাল জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় চারটি রুশ ফাইটার প্লেন মিগ গোটল্যান্ড দ্বীপের উপরে সুইডিশ এয়ারস্পেসে অনুপ্রবেশ করে। রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঠিক এমনেই সময় ঘটে যখন সেখানে সুইডেন এবং ফিনল্যান্ডের একটি যৌথ গোপন সামরিক প্রশিক্ষণ চলছিল।
একজন সুইডিশ রাজনৈতিক বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে পোর্টালটি আরও জানায়,এটি স্পষ্টতই কোনও কাকতালীয় ঘটনা নয়। তবে রাশিয়ান দিক থেকে একটি স্পষ্ট সতর্কবার্তা! ইউক্রেনের দক্ষিণে, ক্রিমিয়ার উত্তর-পূর্বে, মাত্র কয়েক মিনিট আগে, চেরসন শহরটি এখন আনুষ্ঠানিকভাবে রাশিয়ার হাতে চলে গেছে! যুদ্ধ একটি ভয়ঙ্কর পর্যায়ের কাছাকাছি চলে এসেছে। ইউক্রেনের উদ্বাস্তুরা সুইডেনে আসছে, “একেবারে”, আমরা যেমন কথা বলি! অনেক সুইডিশ এবং অন্যান্য ইউরোপীয় দেশের মানুষ তাদের ঘর খুলছে শরণার্থীদের জন্য।
কবির আহমেদ /ইবিটাইমস