রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যস্ততায় চীন। চীন জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন করে এই প্রস্তাব দেন
আন্তর্জাতিক ডেস্কঃ চীনা সংবাদ সংস্থা শিনহুয়া ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোন দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনে পুতিন তার চীনা সমকক্ষ শি জিনপিংকে বলেছেন যে, রাশিয়া ইউক্রেনের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা করতে ইচ্ছুক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অবশ্য চীন ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপকে “আক্রমণ” বলতে বা রাশিয়ার সামরিক বাহিনীর কাছ থেকে তীব্র আক্রমণ সত্ত্বেও মস্কোর সমালোচনা করতে অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন চীনা প্রেসিডেন্ট শিকে বলেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করেছে।
বারবার তাদের প্রতিশ্রুতি দেয়া থেকে বিরত রয়েছে এবং রাশিয়ার কৌশলগত নীচের লাইনকে চ্যালেঞ্জ করে পূর্ব দিকে সামরিক মোতায়েনের প্রসার অব্যাহত রেখেছে। তবে এখন রাশিয়া ইউক্রেনের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা চালাতে ইচ্ছুক, পুতিন বলেছেন। চীন বারবার আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছেন যে,চীনা প্রেসিডেন্ট শি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বর্তমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করার প্রতি অনুরোধ গুরুত্ব আরোপ করেছেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,চীনা প্রেসিডেন্ট শি শীতল যুদ্ধের মানসিকতা পরিত্যাগ করতে, সমস্ত দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্মান করতে এবং আলোচনার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গঠন করার আহ্বান জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি আরও বলেন, চীন সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে।
কবির আহমেদ/ইবিটাইমস