অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (আয়েবাপিসি) একাধিক নেতৃবৃন্দ ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাস্ট্রদূত শামীম আহসানের সাথে বৈঠক করেছেন
ইউরোপ ডেস্কঃ গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হল রুমে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাস্ট্রদূত শামীম আহসানের সাথে ইতালিতে কর্মরত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বাংলাদেশ প্রেসক্লাব ইতালি সহ একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন এবং আয়েবাপিসির প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনির সহ একাধিক শীর্ষ নেতৃবৃন্দ মান্যবর রাস্ট্রদূতের সাথে প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট সমস্যা সহ সম সাময়িক নানা সমস্যাদি নিয়ে আলোচনা করেন।
ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব(আয়েবাপিসি) সম্প্রতি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি আসার পথে নিহত সাতজন বাংলাদেশী অভিবাসন প্রত্যাশীর মরদেহ দেশে আত্মীয় পরিজনদের কাছে পাঠাতে দূতাবাসের তৎপরতার ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এখানে উল্লেখ্য যে,গত বছর ৫ ডিসেম্বর ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী সাংবাদিকদের নিয়ে ৪১ সদস্য বিশিষ্ট অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব সংক্ষেপে আয়েবাপিসি প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে আয়েবাপিসির প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনির ইতালি সরকারের নিকট আয়েবাপিসির নিবন্ধন বা রেজিস্ট্রেশন করেন। অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব বা আয়েবাপিসির রেজিস্ট্রেশন নাম্বার ২৮৯২।
৪১ সদস্য বিশিষ্ট অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (আয়েবাপিসি)পূর্ণাঙ্গ কমিটিতে জার্মানি প্রবাসী হাবিবুর রহমান হেলালকে সভাপতি ও ইতালি প্রবাসী জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহ-সভাপতি সেলিম উদ্দিন (যুক্তরাজ্য), সহ-সভাপতি জাহিদ আলম মাসুদ (যুক্তরাজ্য), সহ-সভাপতি নাঈম হাসান পাভেল (যুক্তরাজ্য), সহ-সভাপতি মেজবাহ উদ্দিন (ইতালি), সহ-সভাপতি শাহীন খলিল কাউসার (ইতালি), সহ-সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল (ইতালি), সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক সাবুল আহমেদ (ফ্রান্স)।
যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মুন (পর্তুগাল), যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার (স্পেন), কোষাধ্যক্ষ মনির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন রাজি (স্পেন), সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন স্বপন (ইতালি), সাংগঠনিক সম্পাদক শাহ সোহেল আহমেদ (ফ্রান্স), সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রিস), সাংগঠনিক সম্পাদক সজিব আহমেদ (মাল্টা)। দপ্তর সম্পাদক আল-আমিন হোসেন (ইতালি), প্রচার সম্পাদক নুরুল আলম জনি (ইতালি), তথ্য বিষয়ক সম্পাদক সামসুজ্জামান উদয় (জার্মানি), সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল (ইতালি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাহফুজ রানা (ইতালি), ক্রীড়া বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান টিটু (স্পেন)। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মেভিজ পরমা (গ্রিস), অভিবাসন বিষয়ক সম্পাদক শাহ ইমরুল হাসান (গ্রিস), সমাজসেবা বিষয়ক সম্পাদক আবদুল গাফফার আমান (সুইজারল্যান্ড), ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ (অস্ট্রিয়া) এবং সদস্য মনিরুজ্জামান মনির (ইতালি), মাহবুবুর রহমান (অস্ট্রিয়া), কমরেড খোন্দকার (ইতালি), জহিরুল ইসলাম (গ্রিস), ফয়জুল হক রানা (স্পেন), মোহাম্মদ তাহির হোসেন (পর্তুগাল), মাইদুল ইসলাম খান (অস্ট্রিয়া) ও নাজনীন আখতার (ইতালি)।
এছাড়া উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ, প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (অস্ট্রিয়া)। বাকি উপদেষ্টারা হলেন হাবীব চৌধুরী (ইতালি), এ কে এম জহিরুল ইসলাম (স্পেন), ড. মোহাম্মদ মুক্তার হোসেন (ইতালি), সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি) ও লোকমান হোসেন (স্পেন)।
কবির আহমেদ/ ইবিটাইমস