অস্ট্রিয়ায় ৫ মার্চ থেকে মাস্ক ছাড়া করোনার অন্যান্য সকল বিধিনিষেধ প্রত্যাহার

তবে বয়স্ক মানুষদের নার্সিংহোম,হাসপাতাল, সুপারমার্কেট ও গণপরিবহনে FFP2 মাস্ক পড়ার নিয়ম আরও কিছুদিন অব্যাহত থাকবে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাস্ট্রায়ত্ব টেলিভিশন নেটওয়ার্ক ORF  জানিয়েছে আজ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) এক সংবাদ সম্মেলনে একথা জানান। এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন (Greens) এর পূর্বে সকালে চ্যান্সেলর কার্ল নেহামারের নেতৃত্বে অস্ট্রিয়ার ফেডারেল সরকার অস্ট্রিয়ার ৯ টি রাজ্যের গভর্নরদের সাথে বৈঠক করেন।

চ্যান্সেলর কার্ল নেহামার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “মার্চ থেকে একটি বসন্ত জাগরণ সম্ভব হবে আমাদের।” তিনি আগামী মার্চ মাসের ৫ তারিখ থেকে অস্ট্রিয়ায় করোনা ভাইরাসের জন্য আরোপিত বিধিনিষেধের সুদূরপ্রসারী শিথিলতা ঘোষণা করেছেন। তবে তিনি এও জোর দিয়ে বলেছেন যে,আমাদের থেকে মহামারী করোনা এখনও শেষ হয়ে যায় নি।

ইতিপূর্বেই ঘোষণা করা হয়েছিল যে,আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে যেখানে 2G নিয়ম আরোপিত আছে সেখানে 3G নিয়ম পুনরায় ফিরে আসছে। তবে রাজধানী ভিয়েনায় হোটেল-রেস্টুরেন্টে 2G নিয়ম আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ভিয়েনার গভর্নর ও সিটি মেয়র মিখাইল লুডভিগ (SPÖ)।

ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগ আজ ভিয়েনা সিটি হলে এক সংবাদ সম্মেলনে জানান,ভিয়েনায় করোনার সংক্রমণের বিস্তার এখনও ঊর্ধ্বমুখী থাকায় ফেডারেল রাজধানী ভিয়েনার হোটেল- রেস্টুরেন্টে 2G নিয়ম নিয়ম অব্যাহত চলমান থাকবে। ভিয়েনার মেয়র বিনামূল্যে করোনা পরীক্ষা অব্যাহত চালিয়ে যাওয়ার উপর জোর দেন।

তিনি আরও জানান, গত কয়েকদিনে,ভিয়েনার হাসপাতালে করোনার রোগীর সংখ্যা অন্যান্য ফেডারেল রাজ্যের দিক থেকে ভিয়েনায় শীর্ষ সংখ্যা রয়েছে। লুডভিগ সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করে আরও বলেন, করোনার সংক্রমণের বিস্তার অব্যাহত থাকায় FFP2 মাস্ক পরার নিয়ম অব্যাহত রাখার কথা বলেছেন।

নাইট গ্যাস্ট্রোনোমি,ডিসকো ইত্যাদির শুরু করার অনুমতি দেওয়া হয়েছে ৫ মার্চ থেকে সমগ্র দেশে। তবে ভিয়েনা এখনও করোনার সংক্রমণ বিস্তারের অতি ঝুঁকিপূর্ণ অঞ্চল থাকায় মেয়র ৫ মার্চ থেকে ভিয়েনায় রাতের গ্যাস্ট্রোনমি খুললেও 2G বা এমনকি 2G প্লাসও ভিয়েনায় প্রয়োগ করা উচিত বলে জানিয়েছেন।

ফেডারেল সরকার বিনামূল্যে করোনার পরীক্ষাশেষ করতে চায়। তবে ভিয়েনার মেয়র স্পষ্টভাবে পরীক্ষা পদ্ধতির প্রশংসা করেছেন।  পিসিআর পরীক্ষার বিস্তৃত ব্যবহার ওমিক্রন তরঙ্গে বিশেষভাবে কার্যকর প্রমাণিত হয়েছে।

বিনামূল্যে পরীক্ষা এখনও লুডউইগের জন্য গুরুত্বপূর্ণ “আমরা অনুমান করি যে আমাদের পরীক্ষা পদ্ধতি রোগ প্রতিরোধে সাহায্য করেছে,” লুডউইগ বলেছেন।  যত তাড়াতাড়ি সম্ভব সংক্রমণের শৃঙ্খল ভাঙার, লক্ষ্যবস্তুতে করোনা ওষুধ ব্যবহার করা এবং সম্ভাব্য নতুন রূপগুলির সঠিক চিত্র পাওয়ার এটাই একমাত্র উপায়।  জনসংখ্যার প্রতিক্রিয়া দেখাবে যে মেয়রের মতে এটিই সঠিক উপায়।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৮,২৫৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। অস্ট্রিয়ায় আজ করোনায় গত প্রায় ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯,০৬৫ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৮,৭৯৭ জন, OÖ রাজ্যে ৬,৯৩৯ জন, Steiermark রাজ্যে ৫,০৮৪ জন,Tirol রাজ্যে ২,৬৫২ জন, Salzburg রাজ্যে ২,০৩২ জন, Vorarlberg রাজ্যে ১,৫৩০ জন, Kärnten রাজ্যে ১,৫১৬ জন এবং Burgenland রাজ্যে ৬৪১ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১,১৪০ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৬,৪৩০ জন। অস্ট্রিয়ায় বর্তমানে করোনার প্রতিষেধক টিকার বৈধ সনদের অধিকারী ৬২,২৭,২৩৩ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৯,৭ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত  করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৪,৬২,৬৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৪,৪৭১ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ২০,৩৯,০৪১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৩,০৯,১৫০ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ২০১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,২৩২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »